নীরব রাতে ঘুম পরীরা হাসছে মিটি মিটি, মনে

রেখ আমার এই বন্ধুত্বের চিঠি। বন্ধু তোমায়
দেখতে আমার মনটা দিল পাড়ি, এবার তবে ঘুমিয়ে
পড় । না ঘুমালে আড়ি… শুভ রাত্রি ।

স্বপ্ন মানে বাতির খেলা!! স্বপ্ন ভালোবাসা!! স্বপ্ন
মানে রাতের মাঝে লুকিয়ে রাখা আশা!! স্বপ্ন মানে
দুঃখ ভুলে নতুন পথযাত্রী!! স্বপ্ন মানে মিষ্টি মুখে
জানায় শুভরাত্রি!!

টুইঙ্কেল টুইঙ্কেল ” লিটিল স্টার সময় হলো ঘুমাও
এবার, মশার সাথে করো ফাইট আজকের মতো গুড

নাইট ।

আকাশ এখানে অসীম নীল ডানা মেলে উড়ে
যায়, স্বপ্নের গাংচিল স্নিগ্ধ সকাল তার প্রতীক্ষায়,
ক্লান্ত দুপুর থমকে দাঁড়ায় এই দিগন্ত, চোখের
সীমানায় কেউ কি ডাকে? নিশ্চুপ গভীর মায়ায়? শুভ
রাত্রি ।

সবগুলো এখানে দেয়া সম্বব হয়েনি তাই এখানে যান-

Leave a Reply