بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

প্রিয় ট্রিকবিডি বাসি কেমন আছেন সবাই ? আশা করি মহান আল্লাহ তা’আলার অশেষ রহমতে অনেক ভাল আছেন।আপনাদের দোয়া ও ভালবাসায় আমিও অনেক ভাল আছি।

আজকে আলোচনা করব হোয়াটসঅ্যাপের ডকুমেন্টস কৃত ছবি ডাউনলোড করার পরওগ্যালারিতে না আসার সমস্যার সমাধান করার জন্য।

বন্ধুরা আমরা কম-বেশি আমরা সবাই whatsapp ব্যবহার করে থাকি । আর এই হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে আমরা দেশ-বিদেশের সকলের সাথে যোগাযোগ করতে পারি,ভিডিও কল,অডিও কল,ভয়েজ মেসেজ,টেক্সট মেসেজ,ফাইল আদান-প্রদান ইত্যাদি খোশ গল্পের মাধ্যেমে অনেক রকম সুবিধা পেয়ে থাকি।তাই বর্তমান সময়ে প্রায় সকল স্মার্ট ফোন ব্যাবহার কারি হোয়াটসঅ্যাপ ব্যাবহার করে থাকেন।এখন whatsapp এর মাধ্যমে যারা ছবি আদান-প্রদান করে থাকি অথবা বিভিন্ন ধরনের ডকুমেন্টস শেয়ার থাকি অনেক সময় হোয়াটসঅ্যাপের একটু সমস্যা দেখা যায় যেমন আমাদের ডকুমেন্টকৃত ছবি কিংবা অন্যান্য ফাইল কেউ আমাদেরকে পাঠালে সেগুলো ডাউনলোড করার পরও আমাদের গ্যালারিতে শো করে না এরকম সমস্যা প্রায় অনেকে পড়ে থাকেন।
তাই আজকে আমি আপনাদের whatsapp এর এমন একটি ট্রিক সম্পর্কে শেয়ার করতে যাচ্ছি যার মাধ্যমে আপনি whatsapp এর ডকুমেন্টকৃত ছবি আপনার ফোনের গ্যালারিতে শো করাতে পারবেন।তাই আমি আপনাদের সাথে আজকে হাজির হয়েছি এরুপ সমস্যার সমাধানের জন্য।

কিভাবে কাজটি করবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক।

প্রথমে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপটি ওপেন করুন এরপর হোয়াটসঅ্যাপ এর থ্রি ডট এ ক্লিক করুন।

এরপর সেটিং অপশনে ক্লিক করুন।

এরপর চ্যাট এই অপশনে ক্লিক করুন।

এরপর Media Visibility ক্লিক করে এনাবল করে দিন।

তারপরে ব্যাক অপশনে ক্লিক করে আপনাকে যে ডকুমেন্ট করে হোয়াটসঅ্যাপে ছবিগুলো দিয়েছে তার কন্টাকে ক্লিক করুন।


তার কন্টাকে ক্লিক করার পর দেখুন Media Visibility এই অপশনটি চালু আছে কিনা। এটি চালু না থাকলে yes বাটনে ক্লিক করে Ok করে দিন।

এরপর আপনার মোবাইলে ফাইল ম্যানেজার এ ক্লিক করুন।

এরপর অ্যান্ড্রয়েড ফোল্ডারে ক্লিক করুন।

তারপর মিডিয়া ফোল্ডারে ক্লিক করুন।

এরপর com.whatsapp এই ফোল্ডারটিতে ক্লিক করুন।

whatsapp ফোল্ডারটিতে ক্লিক করুন।


এরপর মিডিয়া ফোল্ডার ওপেন করুন।

তারপর Whatsapp Document এই ফোল্ডারে ক্লিক করুন।

দেখুন এখানে আমাদের পাঠানো ডকুমেন্টসকৃত ছবি গুলো এই ফোল্ডারে  দেখাচ্ছে।


এখন আপনি এই ডকুমেন্টগুলো সিলেক্ট করে আপনার পছন্দমত যে কোন একটি ফোল্ডারে মুভ করে রেখে নিন।

এবার আপনার গ্যালারি ওপেন করুন ।দেখুন আমার গ্যালারি গুলোতে ছবি শো করতেছে ।

কিছুদিন আগে আমি এরুপ সমস্যাতে পরিছিলাম এবং অনেক খুজাখুজির পর এই ট্রিকসটি পেয়েছি।আপনাদের কাছে এই ট্রিকটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।

পরিশেষে আর কথা না বাড়িয়ে আজ এইখানেই বিদায় নিচ্ছি আমি

সোহেল আরমান রাজু

আমার সাথে যেকোন প্রয়োজনে যোগাযোগ করতে পারবেন Facebook – Instagram – My Telegram Channel

পোস্টের কোন অংশে ভুলক্রটি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ।

সবাই ভাল থাকুন সুস্থ থাকুন ও নিয়মিতো ট্রিকবিডির সাথেই থাকুন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি,ধন্যবাদ

আল্লাহ হাফেজ

4 thoughts on "হোয়াটসঅ্যাপের ডুকুমেন্টকৃত ছবি ডাউনলোড করার পরও গ্যালারিতে আসছে না নিয়ে নিন এই সমস্যার সমাধান।"

  1. Tarek Aziz Contributor says:
    ভাই মেমোরি কার্ডের ফোল্ডারে গিয়ে তো দেখা যায়ই, অন্য ফোল্ডারে কপি বা মুভ করলে গ্যালারিতে শো করবেই। এখানে আপনি ঘুরায় পেচায় সেটাই করলেন। Whatsapp এ সেটিংস করার প্রয়োজনই নাই।
    1. Sohelarman4374 Author Post Creator says:
      Media visibility off thakle kemne dekhben?
    1. Sohelarman4374 Author Post Creator says:
      Thank you

Leave a Reply