আসলামুআলাইকুম,
আজ আমি ফেসবু‌কের ফ‌টো ভে‌রিফাই
খুলা নি‌য়ে আপনা‌দের সা‌থে হা‌জির হলাম ।
আসাক‌রি,‌কোন ভূল হ‌লে ক্ষতা ক‌রে দি‌বেন,

ফটো ভেরিফাই দুই প্রকার! এক
প্রকারে ৬ টি করে ফ্রেন্ডসের নাম
থাকে!
অন্য প্রকারে কোন নাম থাকে না!

‌কোন নাম থা‌কে না id card চাই‌লে যা কর‌বেন

আমা‌দের ফেসবু‌কের ভে‌রি‌ফি‌কেশ‌নে id card চাইলে আমরা অনেক সময় হতাশ হ‌য়ে যাই, আমরা id card বানা‌নোর জন্য অনেক টাকা খরচ ক‌রি,
আস‌লে আমরা জা‌নি না এটা নি‌জে‌কে identify করার জন্য দেওয়া হয় । এটা হ‌লে আপ‌নি ইড কাডর্ বানা‌নো বাদ দি‌য়ে আপনার মেইন প্রোফাইল পিকচার । দি‌বেন ,সাবধান, প্রোফাইল পিকচার high quality না হ‌লে upload হ‌বে না,
হাই কোয়া‌লি‌টি পিকচার জন্য ফ‌টো এডি টর এর সাহা‌য্যে, একটার ওপর আরেক টা পিক ব‌সি‌য়ে হাই বানান,
এবং আপ‌লোড দেন, প‌রে দেখ‌বেন ইড রি‌ভিও হ‌বে
যতক্ষন রি‌ভিও না হ‌বে তত ক্ষন ইড‌তে ডুক‌লে লগ আউট করে‌তে বল‌বে,
প‌রে আসা ক‌রি দুই‌দিন প‌রে আপনার ইড খু‌লে দে‌বে,
আমার টা এই টা হইছিল খু‌লে দি‌য়ে‌ছে,
তাই আমি বল‌ছি,

দ্বিতীয় প্রকারে শুধু যার একাইন্ট
সেই পারবে উদ্ধার করতে!
আমি এখানে বলব কি করে প্রথম
প্রকার অর্থাৎ ৬টি অপশন থাকা
একাউন্টে ফটো ভেরিফাই করা যায়!

১. খাতা ও কলম নিতে হবে!
২. লগইন করে ক্যাপসা ভেরিফাই
করতে হবে!
৩. START এ ক্লিক করেন তিনটা করে
ফটোর সাথে ৬টি ফ্রেন্ডসের নাম সহ
২ বার skip সহ মোট ৭ বার আসবে।
৪. তিনটা ছবির নাম গুলা খাতাই
লিখুন! যেমন 2nd picture: Don’t
copy my style with Boy!
৫. তারপর ৬ জন ফ্রেন্ডের নাম গুলা
লিখে রাখুন!
৬. এভাবে প্রতি ৩০ মিনিট পরপর
ট্রাই করুন!
৭. অনেক সময় দেখবেন ছবি গুলা বার
বার আসবে কিন্তু নাম গুলা

পরিবর্তিত, তখন আগে লিখা
নামগুলার মধ্যে যেগুলো পাবেন না
সেগুলো কেঁটে দিবেন!
৪-৫ বার ট্রাই করার পর আপনার
কাঙ্খিত সঠিক নামটি খুঁজে পাবেন!
৮. আর সঠিক নাম খুঁজে পেলেই,
আপনি আপনার আই ডিটি ফটো
ভেরিফাই করে খুলে ফেলতে
পারবেন!
ধন্যবাদ সবাইকে
‌যে কোন প্র‌য়োজ‌নে ‌ফেসবু‌কে আমি

5 thoughts on "এবার ,ফেসবু‌কে নি‌জেই সব‌চে‌য়ে সহজ পদ্ধ‌তি‌তে ফেসবু‌কের ফ‌টো ভে‌রি‌ফি‌কেশন খুলুন, না দেখ‌লে চরম মিস কর‌বেন,"

  1. Reja BD Author says:
    Donnobud Suhag Bai,, Parle Androad Tisp diben, Vpn diye jate kaj Hoy ?
    1. msshohug Author Post Creator says:
      ok, thanks 😮
  2. Adhar Contributor says:
    high koto mb korte hobe??
    1. msshohug Author Post Creator says:
      500-1000kb
  3. Adhar Contributor says:
    ?????????

Leave a Reply