আসসালামু আলাইকুম



এন্ড্রয়েড এর নতুন ভার্সন এন্ড্রয়েড ১৫ এর বিটা ভার্সন ২ চলে এসেছে। যেখানে অনেক পরিবর্তন ও নতুন ফিচার যুক্ত করা হয়েছে। এই ডিভাইসগুলোতে এন্ড্রয়েড ১৫ বিটা ২ ব্যবহার করা যাবে:

Google Pixel:
Pixel 6 and 6 Pro, Pixel 6a, Pixel 7 and 7 Pro, Pixel 7a, Pixel Fold, Pixel Tablet, Pixel 8 and 8 Pro, and Pixel 8a
Partner brands
Honor, iQOO, Lenovo, Nothing, OnePlus, OPPO, Realme, Sharp, Tecno, vivo, and Xiaomi

অ্যান্ড্রয়েড 15 বিটা 2 এর মূল বৈশিষ্ট্যসমুহ এবং পরিবর্তন: –


প্রাইভেট স্পেস: অনেক ফোনে এই ফিচারটি আগে থেকে থাকলেও অ্যান্ড্রয়েড ১৫ থেকে এটি সব ফোনে থাকতে চলেছে। এর মাধ্যমে যেকোনো অ্যাপ হাইড বা লক করে রাখা যাবে।

ইনহ্যান্সড মাল্টিটাস্কিং: বড় স্ক্রীন ডিভাইসের (ট্যাবলেট) জন্য মাল্টিটাস্কিং ইমপ্রুভ করা হয়েছে। মাল্টিটাস্কিংকে আরও কাস্টমাইজেশন যোগ করা হয়েছে। যার ফলে মাল্টিটাস্কিং আরো সহজ এবং উপভোগ্য হবে।

প্রিডিকটিভ ব্যাক: এর ফলে আগের পেজের প্রিভিউ দেখা যাবে। অ্যান্ড্রয়েড ১৪ তে এই ফিচার থাকলেও অ্যান্ড্রয়েড ১৫ হতে এটি ডিফল্টভাবে অন করা থাকবে।

অ্য‌ান্টি থিফ্ট ফিচার: অস্বাভাবিক গতিবিধি শনাক্ত করে এবং ফোনকে রক্ষা করতে AI ব্যবহার করা হয়েছে। এর ফলে ফোন হাত থেকে ছিনিয়ে নিয়ে গেলে ফোনটি অটোমেটিক লক হয়ে যাবে এবং চোর ইচ্ছা করলেও ফোনটি রিসেট দিতে পারবে না।

অ্যাডাপ্টিভ ভাইব্রেশন: ভলিউম স্লাইডার এবং ব্রাইটনেট স্লাইডারে ভাইব্রেশন যুক্ত করা হয়েছে। এছাড়া পরিবেশ অনুযায়ী ভাইব্রেশন এর মাত্রা কম বেশি হবে।

এছাড়াও পারফরম্যান্স এবং ব্যাটারি লাইফ ইমপ্রুভ করা হয়েছে।

এন্ড্রয়েড ১৫ এখনো বিটা ২ তে রয়েছে। অতএব স্টেবল রিলিজ এ আরও অনেক নতুন ফিচার যুক্ত বা বাদ হয়ে যেতে পারে।

তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন। বিদায়।

2 thoughts on "অ্যান্ড্রয়েড 15 বিটা 2 এর মূল বৈশিষ্ট্যসমুহ এবং পরিবর্তন"

  1. SR Suzon Author says:
    Google Translate,🥹
    1. Ashraful Author Post Creator says:
      কোনদিক থেকে translate মনে হচ্ছে

Leave a Reply