بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
প্রিয় ট্রিকবিডি বাসি কেমন আছেন সবাই ? আশা করি মহান আল্লাহ তা’আলার অশেষ রহমতে অনেক ভাল আছেন।আপনাদের দোয়া ও ভালবাসায় আমিও অনেক ভাল আছি।
আজকে আলোচনা করবো কি ভাবে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালের রোগি অনলাইন রেজিষ্ট্রেশন করবেন।
বন্ধুরা আমরা জানি বর্তমান ডিজিটাল বাংলাদেশ এ প্রায় সব জায়গায় আধুনিকতার ছোয়া পেয়েছে।তাই বর্তমান সব কিছুতে অনলাইন ভিত্তিক নির্ভরযোগ্য হয়েছে।তাই রোগিদের সুরক্ষা নিশ্চিত করার জন্য সরকার রোগিদের জন্য অনলাইন রেজিষ্ট্রেশন প্লাটফর্ম চালু করেছে।আর এই অনলাইন সিস্টেমটি আপনিও আপনার মোবাইল দিয়ে রেজিষ্ট্রেশন করতে পারবেন খুব সহজেই। আমি কিছুদিন আগে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে চিকিৎসা নেওয়ার জন্য হাসপাতালে গিয়েছিলাম।আলহামদুলিল্লাহ আমি বর্তমান অনেক সুস্থ আছি।তখন এই অনলাইন রেজিষ্ট্রেশন হাসপাতালে লম্বা সিরিয়াল নিয়ে রেজিষ্ট্রেশন করেছিলাম আর রেজিষ্ট্রেশন ফি ছিল মাত্র ১৫ টাকা।
এরপর আমি দেখতে পাই এই রেজিষ্ট্রেশন রোগিরা তাদের নিজের ফোন দিয়েও করতে পারবে।পরবর্তী সময়ে আফসোস করে বললাম শুধু শুধু এই লম্বা লাইনে রেজিষ্ট্রেশন করার জন্য দাঁড়িয়ে ছিলাম সময় এবং অর্থ দুটো-ই লছ।
তাই এরকম সমস্যায় জেনো আপনারাও না পড়েন সে বিষয় নিয়ে আমি আজকে হাজির হয়েছি।
চলুন তাহলে শুরু করা যাক কিভাবে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালের রোগি অনলাইন রেজিষ্ট্রেশন করবেন।
প্রথমে এই লিংকে ক্লিক করুন( ওয়েবসাইট ও প্লে স্টোরের এপ্স দিয়েও রেজিষ্ট্রেশন করতে পারবেন) Browser Link – &-Play Store App Link
এরপর আপনার ল্যাংগুয়েজ এ ক্লিক করে ইংরেজী থেকে বাংলা করতে পারবেন। ভাষা সিলেক্ট হয়ে গেলে প্রবেশ করুন এই অপশনে ক্লিক করুন
এরপর নতুন একাউন্ট এ ক্লিক করুন
যেহেতু আমরা অনলাইনে রেজিষ্ট্রেশন করবো সেজন্য আপনার সচল মোবাইল নম্বর দিন আর মোবাইল আপনার কাছেই রেখে দিন কারন ঐ সিমে ভেরিফিকেশন কোড আসবে।
মোবাইল নাম্বারে ভেরিফাই মেসেজের কোডটি এই বক্সে লিখুন
এরপর আপনার সবসময় মনে থাকবে এমন পাসওয়ার্ড দিন।পাসওয়ার্ড অবশ্যাই স্ট্রং টাইপের ব্যবহার করবেন যেমন: বর্ণ,সংখ্যা ও চিহ্ন যুক্ত পাসওয়ার্ড ব্যাবহার করবেন (ABC123@*)
এখন আমরা ঐ ওয়েবসাইটে লগিন করবো এ জন্য আমরা যে মোবাইল নাম্বার দিয়ে রেজিষ্ট্রেশন করেছিলাম ঐ নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগিন করবো।
এরপর আবেদন টাইপ নিজের জন্য হলে নিজ ও অন্যের জন্য হলে অন্যান্য তে ক্লিক করে নিবেন।
এরপর আইডি কার্ড/জন্ম নিবন্ধন /পাসপোর্ট সিলেক্ট করে নিবেন।
যে অপশনটি নির্বাচন করবেন ওই নাম্বারটি লিখুন আমি আমার এন,আই,ডি নাম্বার লিখেছি।
এরপর আপনার জন্ম তারিখ দিয়ে ভেরিফাই বাটনে ক্লিক করে নিবেন।ভেরিফাই হয়ে গেলে আপনার নাম,ঠিকানা অটোমেটিক হয়ে যাবে।যদি ভেরিফাই সম্পুর্ন না হয় তাহলে প্রাসঙ্গিক নথি আপলোডে ক্লিক করে আপনি আপনার এন আই ডির ছবি আপলোড করে আপনার নাম ঠিকানা পূরন করে দিবেন।
এরপর আপনার ফোন নাম্বার,রক্তের গ্রুপ, বৈবাহিক অবস্থা, রেজিষ্ট্রেশন ধরন সিলেক্ট করবেন।
বি:দ্র: আপনি যদি বীর মুক্তিযোদ্ধা/সিনিয়র সিটিজিন/স্টাফ/চিকিৎসক হন তাহলে আপনার অপশন অনুযায়ী সিলেক্ট করে নিবেন।আর সাধারণ হলে সাধারন সিলেক্ট করে নিবেন।
এরপর ছবি তুলুন অপশনে আপনার প্রোফাইল ছবি দিয়ে দিবেন। ছবিটি সর্বনিম্ন ১৬কেবি ও সর্বোচ্চ ২৫৬ কেবি সাইজের ছবি আপলোড করবেন।
এরপর অভিবাবকের তথ্য অপশনে ক্লিক করে আপনার অভিভাবকের নাম ঠিকানা পূরন করে দিবেন।
এরপর অন্যান্য অপশনে ক্লিক করে নিবেন।
এইখানে আপনার পেশা, ধর্ম,ই-মেইল লিখে দিবেন।
সনাক্তকরন চিহ্ন এইটা না দিলেও হবে।
যোগাযোগের তথ্য অপশনে আপনার বিভাগ,জেলা,থানা,গ্রাম এর নাম দিয়ে দিবেন।
সবশেষে জরুরি যোগাযোগ।
এই অপশনে আপনি এমন একজনের নাম ঠিকানা দিবেন জেনো তার মাধ্যমে আপনাকে সহজেই আপনার ব্যাপারে সকল তথ্য গুলো পাওয়া যায়।
আমি আমার মায়ের তথ্য গুলি জরুরি যোগাযোগ এ দিয়ে দিয়েছি।
এরপর সংরক্ষণ ও মদ্রুন করুন এই অপশনে ক্লিক করুন
এরপর সকল কিছু ভালভাবে দেখে Confirm এ ক্লিক করে দিবেন।
ব্যাস কাজ শেষ।
দেখুন আমার রোগি রেজিষ্ট্রেশন কার্ড হয়ে গেছে।
এখন এই কার্ড দিয়ে সিলেট এম এ জি হাসপাতালে ভর্তি/ডাক্তার দেখানো যাবে খুব সহজেই।
আপনারা আপনাদের নিজ নিজ জেলার সরকারি হাসপাতালে গিয়ে জেনে নিবেন ঐখানেও অনলাইন ভিত্তিক রোগী রেজিষ্ট্রেশন সিস্টেম চালু হয়েছে কিনা তাহলে তাদের কাছ থেকে ওয়াবসাইট লিংক নিয়ে নিবেন। আমার বিশ্বাস সকল হাসপাতালের রেজিষ্ট্রেশন ফরম এই একইভাবে হবে।
পরিশেষে আর কথা না বাড়িয়ে আজ এইখানেই বিদায় নিচ্ছি আমি
সোহেল আরমান রাজু
আমার সাথে যেকোন প্রয়োজনে যোগাযোগ করতে পারবেন Facebook – Instagram – My Telegram Channel
পোস্টের কোন অংশে ভুলক্রটি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ।
সবাই ভাল থাকুন সুস্থ থাকুন ও নিয়মিতো ট্রিকবিডির সাথেই থাকুন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি,ধন্যবাদ
আল্লাহ হাফেজ
ওয়েবসাইট লিংক না জানায়
ধন্যবাদ ভাই