গৃহকর্মী নির্যাতনের দায়ে ক্রিকেট থেকে নিষিদ্ধ হওয়া শাহাদাত হোসেন রাজীবকে
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে মুক্তি পেয়েছেন। নিষেধাজ্ঞা তুলে শাহাদাতকে ঘরোয়া ক্রিকেটে খেলার অনুমতি দিয়েছে বিসিবি। আর এটা সম্ভব হয়েছে বাংলাদেশের ওয়ানডে ও টি২০ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার কারণেই হয়েছে বলে বিশ্বাস করেন শাহাদাত।মঙ্গলবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের একাডেমি ভবন মাঠে অনুশীলন করতে আসেন শাহাদাত। এক সময় স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের খেলা দেখতে আসেন তিনি।
এ সময় শাহাদাত বলেন, ‘মাশরাফি ভাইয়ের সাথে কথা হয়েছে। হয়তো তার সুপারিশের কারণেই আমি খেলার সুযোগ পাচ্ছি। আমি যখন ছোটবেলায় যখন ক্রিকেট খেলি, তখন মাশরাফি ভাইই ছিলেন আমাদের অনুপ্রেরণা। আমি মাশরাফি ভাইয়ের সব সময় একজন বড় ভক্ত।’
বিপদের সময় পাশে থাকার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সকল কর্মকর্তা, সাংবাদিক ও তার সতীর্থদের ধন্যবাদ জানান শাহাদাত। বিশেষ করে মাশরাফির কথা উল্লেখ করেন তিনি।
বিপদের সময় মাশরাফি তাকে কী বলতেন জানতে চাওয়া হলে শাহাদাত বলেন, ‘উনি বলতেন, এমন হতে পারে। তুই অনুশীলন করে যা। ভালো কিছু হবে।’
এছাড়াও বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনের কথা উল্লেখ করেন শাহাদাত। বিসিবি প্রধানের কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘পাপন ভাই আমাকে খুব পছন্দ করেন। সব ক্রিকেটারকেই খুব পছন্দ করেন। গতকাল বিশেষ কিছু বলেননি। বললেন কেমন আছ। বলেছেন, দেখছি কী করা যায়।’
গৃহকর্মী হ্যাপির বিষয়ে জানতে চাওযা হলে শাহাদাত বলেন, ‘আপনারা হয়তো জানেন না, ওর (হ্যাপি) পরিবারের সঙ্গে আমাদের যোগাযোগ ছিল। ওর এক আত্মীয় অসুস্থ ছিলেন, আমি তাকে নিজের উদ্যোগে সহায়তা করেছি।’
______________________________^___________^^_________^______
ফেছবুকে আমি
___________________________________________________________
ভাল ভাল টিপস পেতে আমার সাইটে ঘুরে আসবেন TipsaLL24.com
One thought on "মাশরাফির কারণে মুক্তি মিলেছে শাহাদাতের"