২০১৬ সংস্করণের গ্যালাক্সি জে৭ ও জে৫
স্মার্টফোন বাজারে আনল স্যামসাং।

ধাতব কাঠামোর ফোন দুটির মধ্যে
গ্যালাক্সি জে৭ মডেলটিতে রয়েছে ৫
দশমিক ৫ ইঞ্চি এবং গ্যালাক্সি জে৫
ফোনটিতে রয়েছে ৫ দশমিক ২ ইঞ্চির
এইচডি সুপার অ্যামোলেড ডিসপ্লে।
ফোনটির পেছনে রয়েছে এফ ১ দশমিক ৯
অ্যাপারচারযুক্ত ১৩ মেগাপিক্সেলের
ক্যামেরা, সামনে রয়েছে পাঁচ
মেগাপিক্সেলের ক্যামেরা। দুটি ফোনে

র্যাম ২ জিবি। ৬৪-বিটের অক্টাকোর (১.৬
গিগাহার্টজ) এবং কোয়াডকোর প্রসেসর
(১.২ গিগাহার্টজ) ফোন দুটিতে ব্যাটারি
৩৩০০ ও ৩১০০ মিলিঅ্যাম্পিয়ারের।
স্যামসাং মোবাইল বাংলাদেশের হেড অব
মোবাইল হাসান মেহেদী বলেন,
‘স্যামসাং গ্রাহকের নতুন অভিজ্ঞতা ও
উন্নত প্রযুক্তির সমন্বয়ে লাইফস্টাইল
সলিউশন তৈরিতে প্রতিজ্ঞাবদ্ধ।
গ্রাহকদের উন্নত প্রযুক্তির এস বাইক মোড
এবং ইউডিএস মোডের অভিজ্ঞতা দিতে
আমরা এই নতুন গ্যালাক্সি জে৭ এবং জে৫
২০১৬ এডিশন বাংলাদেশের বাজারে
এনেছি।’
গ্যালাক্সি জে৭ এর দাম ২৪ হাজার ৯০০
টাকা ও গ্যালাক্সি জে৫ এর দাম ২১ হাজার
৯০০ টাকা। সোনালি, কালো ও সাদা রঙে
বাজারে পাওয়া যাবে ফোনগুলো।
গ্রাহকেরা তিন মাসের কিস্তিতেও এই
ফোন কিনতে পারবেন।

Leave a Reply