ট্রিকবিডিতে সবাইকে স্বাগতম
বর্তমানে meta প্ল্যাটফর্মগুলোতে অনেকে প্রমোশন করান।এর মধ্যে থাকতে পারে আপনার নতুন স্টার্টআপ, আপনার clothing business ইত্যাদি। তাছাড়া ব্যক্তিগত প্রমোশনের ও ব্যাপার থাকে। ব্যক্তিগত প্রমোশন বলতে বোঝায় নিজের link.
সেটি হতে পারে Instagram story তে নিজের কোন YouTube চ্যানেল, নিজের কোন website ইত্যাদি।
সাধারনত যাদের একটু social media তে পরিচিতি আছে তারা পার্সোনাল ব্র্যান্ড প্রতিষ্ঠা করতে আগ্রহী হয়ে উঠে। তাছাড়া দেখবেন অনেকের বায়োতে অ্যাটাচ করা থাকে প্রমোশনাল লিংক গুলো। তবে meta কিন্তু চায় না ইউজাররা তাদের প্ল্যাটফর্ম ছেড়ে চলে যাক।
কারন meta টিকে আছে ইউজার ইন্টারঅ্যাক্ট নিয়ে।কারন তাদের ইউজাররা যত বেশি সোসিয়্যাল মিডিয়ায় থাকবে তত তাদের লাভ বেশি।এটির কারনে তারা কিন্তু সরাসরি link ওপেন করতে বাধা দেয়।
ব্যাপারটি আরো ভালোভাবে বোঝার জন্য উদাহরণ দিই।
উদাহরন
দেখুন এটি একটি ইউটিউব গান। এখানে by default YouTube দিয়ে প্লে করা হচ্ছে।এখন ডিফল্ট ইউটিউব অ্যাপ এ খেয়াল করুন আপনার gmail লগইন করা অবস্থায় আছে।এখানে আপনি চাইলেই subscribe,like, comment করতে পারবেন।
ধরা যাক এই ইউটিউব চ্যানেল টি আপনার।
এখন আপনি চাইছেন সেটি মেটা প্ল্যাটফর্ম গুলোতে শেয়ার করতে।আমি দেখানোর জন্য এটি Instagram story দিয়ে শেয়ার করলাম।
এখন as a viewer, আমি যদি সেখানে ক্লিক করি তাহলে সেটি open হবে। তবে সেটি হবে meta browser এ। স্টেপগুলো দেখেন
১.link এ ক্লিক করলে আপনার এধরনের একটি পেইজ ওপেন হবে। সেখানে ১ ক্লিক
২.এরপর এ ধরনের পেজ ওপেন হবে। সেখানে এক ক্লিক
৩.তারপর দেখুন এ ধরনের ইন্টারফেস আসবে সেখানে এক ক্লিক।
অর্থাৎ শুধু মাত্র আপনার story এর লিংক youtube এ ওপেন করতে আপনার ক্লিক করতে হচ্ছে ৪ বার!! (Instagram story ক্লিক সহ)
যারা মার্কেটিং সম্পর্কে জানেন তারা হয়তো জানবেন মার্কেটিং এর মেইন উদ্দেশ্য থাকে যাতে যত দ্রুত সম্ভব অ্যাটেনশন জোগাড় করে পন্য কিনতে সাহায্য করা।
এভাবে ৪ বার ক্লিক করতে হলে সেটি আপনার অ্যাংগেজমেন্ট এ প্রভাব ফেলবে।
তবে এটি বাইপাস করা যায়
এজন্য এই লিংকে ক্লিক করুন
এখানে আপনার yt video লিংক paste করে create deep link অপশনে ক্লিক করুন।
আপনাকে সাইন ইন করতে বলবে।চাইলে gmail দিয়ে sign in করতে পারবেন।
এখানে settings থেকে link অপশনে যান। সেখানে আপনার yt video লিংক আবার পেস্ট করুন।
এরপর দেখুন qr এর পাশে লিংক জেনারেট হয়েছে।
এখন যদি সেটি আরেকবার স্টোরি দিই তাহলে কি দাঁড়াবে?
দেখা যাচ্ছে আমি সেখানে 1 click করা মাত্র exit page চলে আসছে। সেটি ক্লিক করা মাত্র YouTube এ নিয়ে যাচ্ছে। যেখানে আগে ৪ বার ক্লিক করা লাগতো এখন সেখানে লাগছে মাত্র ২ ক্লিক।
ফলে আপনার user engagement আরো সহজ হবে।
আজকের পোস্টটি অনেকটা টেকনিক্যাল। সাধারণ মানুষের একটু অনুধাবন করতে কষ্ট হবে।তবে যারা মার্কেটিং সম্পর্কে জানেন তারা বেশি এটির গুরুত্ব বুঝতে পারবেন।
তো , আজ এই পর্যন্তই। আশা করি আপনাদের উপকারে আসবে। ট্রিকবিডিতে সাথেই থাকুন। দেখা হবে নতুন কোন টিউটোরিয়াল নিয়ে।
ব্যান করা হবে। ভালো না লাগলে সমস্যা সুন্দরভাবে ধরিয়ে দিন।