বন্ধুরা সবাই কেমন আছেন?
আশা করি আল্লাহ্ তালার
রহমতে সবাই
ভালো আছেন। আজ আপনাদের
সাথে শেয়ার
করবো কিভাবে কম মেগাবাইট
দিয়ে দীর্ঘ সময় ইন্টারনেট
ব্রাউজ
করা যায়। বিশেষ
করে যারা আইফোন ব্যবহার
করেন তারা অনেক বিপদে আছেন।
কারন মেগাবাইট কিনতেই শেষ
হয়ে যায়।
মেগাবাইট কিনতে কিনতে পকেট
ফাঁকা হয়ে গেছে। চিন্তার কোন
কারন

নাই আমি ত আছি। তাহলে আসুন
দেরি না করে এখুনি জেনে নিই
কিভাবে মেগাবাইট
বাঁচানো যায়। প্রথমে আপনার
সখের আইফোন
টা হাতে নিন। কোন
সিকিউরিটি নক করা থাকলে নক
খুলে Settings এ
যান
তারপর একটু নিচেই মনে হয়
৪নাম্বার
অপশনটা Cellular লেখাতে ক্লিক
করে নিচের দিকে নামতে থাকুন
দেখবেন USE CELLULAR DATA FOR
লেখা আছে অই খানে দেখুন আপনার
মোবাইলে যতগুলো এপ্লিকেশন
আছে সব
গুলোর ON মুড করা আছে। এখন সব
গুলো OFF মুড করে নিন। আপনার যে
এপ্লিকেশন টা দরকার
মানে যে এপ্লিকেশন
দিয়ে ইন্টারনেট
ব্রাউজ করবেন শুধু সেটা ON মুড
করে রাখুন। আর ব্রাউজ করা শেষ
হলে সাথে সাথে ডাটা কানেকশন
OFF
করে রাখুন। এখন শান্তি মত কম
মেগাবাইট দিয়ে দীর্ঘ সময়
ইন্টারনেট ব্রাউজ করতে থাকুন।

4 thoughts on "কম মেগাবাইট দিয়ে দীর্ঘ সময় ইন্টারনেট চালান [ i phone user]"

  1. msshohug Author says:
    screen sort please
    1. Princezzzzz Contributor Post Creator says:
      ok I will try
  2. SHAKIL HOSSAIN Contributor says:
    rana vai tuner koren please
  3. md faruk ak Contributor says:
    rana vi tuner kiren please

Leave a Reply