নমস্কার ও আদাব।

সকলে কেমন আছেন?আমি ভালো নেই, খুব টেনশনে আছি।

আজ আমরা শিখব একটা মজার ট্রিক্স।
সেটা হলো যে আমাদের কম্পিউটারটি ছেলে না মেয়ে।
এই প্রশ্ন হয়তো সবার মনেই আছে।
আজকে আমি সবার এই প্রশ্নের উত্তর দিছি।

অনেকের কম্পিউটার ছেলে ও আছে আবার মেয়েও আছে।
কিন্তু আমার কম্পিউটার টি মেয়ে।

প্রথমে আপনি নোটপ্যাডে গিয়ে এই লেখাটা পেস্ট করুন।

Dim text, sapi
text=inputbox(“enter text to be spoken”)
Set sapi=Createobject(“sapi.spvoice”)
sapi.Speak text

২. ফাইলটি “gender.vbs” নামে সেভ করুন ।

৩. এখন, ফাইলটি ওপেন করুন

৪. আপনি পুরুষ ভয়েস শুনতে পান, তাহলে আপনার কম্পিউটারে পুরুষ এবং আপনি মহিলা ভয়েস শুনতে পান তাহলে আপনার কম্পিউটার মহিলা

 

ধন্যবাদ।

 

 

7 thoughts on "আমাদের কম্পিউটারটি ছেলে না মেয়ে। সেটা জানুন।"

  1. Shadhin Author says:
    আপনার কোডে ভুল আছে; নিচেরটা কাজ করে ।

    dim speechobject
    set speechobject=createobject(“sapi.spvoice”)
    speechobject.speak “Your Text Here”

    1. Blogger Ahad Contributor says:
      Thanks……
      🙂
  2. MAHINUL Contributor says:
    kaj hoy na
    1. Raju Author Post Creator says:
      পোস্ট আপডেট করা হয়েছে। তাই আবার দেখুন
  3. Sarowar Hossain Contributor says:
    কম্পিউটার ছেলে/মেয়ে হয় না ভাই,তাতে ছেলে/মেয়ের কন্ঠস্যরের ফিচার দেওয়া থাকে।।
  4. Raju Author Post Creator says:
    একি কথা।

Leave a Reply