বন্ধ সংযোগে ১৯টাকা রিচার্জে –

আনলিমিটেড টকটাইম বোনাস- ৩জিবি ফ্রি ইন্টারনেট *৭৭৮*৪০# অথবা *৭৭৮*৪১#b- এয়ারটেল ০.৫ পয়সা/ সেকেন্ড এবং অন্যান্য ১vপয়সা/ সেকেন্ড – ফ্রি টুইটার এবং উইকিপিডিয়া চেক অফার ডায়াল *২২২*২ # অফারের বিস্তারিত –
যোগ্য গ্রাহকগণ এই অফারটি উপভোগ করতে ১৯টাকা রিচার্জ করতে হবে –
এয়ারটেল-এয়ারটেল গ্রাহকদের প্রতি ৫ মিনিট টকটাইম ব্যবহারে ১ মিনিট টকটাইম বোনাস এয়ারটেল-এয়ারটেল – ৩ গিগাবাইট ইন্টারনেট বোনাস ৩ সমান মাসিক কিস্তিতে দেওয়া হবে –
দ্বিতীয় এবং তৃতীয় মাসে ইন্টারনেট বোনাস পেতে অন্তত Tk.30 এর ভয়েস ইউসেজ থাকতে হবে – ইন্টারনেট কোনো শর্ত ছাড়া দিনে 24 ঘন্টা উপভোগ করা যাবে – ইন্টারনেট বোনাস এর মেয়াদ 30 দিন হতে হবে –
বিস্তারিত জানতে
(ফ্রি) ডায়াল জন্য 1212

12 thoughts on "এয়ারটেল বন্ধ সংযোগে ৩জিবি ফ্রি ইন্টারনেট! আনলিমিটেড কথা অবিরাম শেয়ারিং"

  1. Aray Contributor says:
    এমবি কি তুমি দেচ্ছ ।।
  2. Aray Contributor says:
    ২০০ এম.বি দেয় ৩জিবি না
  3. Raju Author Post Creator says:
    আমি কেন দিব।
  4. Aray Contributor says:
    তে বলতেছো যে ৩ জিবি দেয়
  5. Raju Author Post Creator says:
    আমি পেয়েছি তাই শেয়ার করেছি।
  6. PrInCe OnToR Author says:
    এইটা অনেক আগের অফার।
  7. Raju Author Post Creator says:
    তাই বুঝি ভাই।
  8. Aray Contributor says:
    মিথ্যা বলা মহাপাপ ।। ৩ মাস আগে অফারটা ছিল কিন্তু এখন নাই ।। তুমি পাও নাই আমি জানি ।। তবু ও মিথ্যা বলছো ।। এয়ারটেল হেল্প লাইন কল দিছি তারা বলছে ২০০ এম.বি দেয় ।। এখন তুমি যদি এয়ারটেলের মালিক হও তো ৩ জিবি পেতে পার ।।
  9. Raju Author Post Creator says:
    হ্যা
  10. MominFx Subscriber says:
    only 200 md
    1. Raju Author Post Creator says:
      ?
  11. alyakbarsabbir Author says:
    “”19Tk prothom recharge-e 200MB INTERNET FREE! Shaathe 30p/60p rate. Meyad 30din. Bonus Check korte dial *778*40#””””

    ৩ জিবি না মাত্র ২০০ mb

Leave a Reply