আসসালামুয়ালাইকুম।
অনেকদিন পর এলাম।
সোনার হরিন চিনেন নাহ? অহ দেখেন নাই ্নাহ। সরকারি চাকরি আর সোনার হরিন এক জিনিস। আর গুগলের এডসেন্স তো তার ব্যাতিক্রম না।
যাইহোক আমি একটি টিম নিয়ে কাজ করছি সেটা নিয়ে বিস্তারিত পরে বলছি।
আজ আপাতত জেনে নেই যে কিভাবে গুগল আমাদের টাকা দিবে।
হ্যা গুগল আমাদের কাজের জন্যই টাকা দিবে । তবে এটা সল্প পুজি আর সহজএ টাকা কামানোর উপায়। আমি গত মাসে ৳১০০০ ডলার
তুলেছি।
এটা ভিজিটর আর এড এর ক্লিক এর উপর টাকা দিয়ে থাকে। আমাদের যাদের সাইট আছে তারা কামাই করতে পারবেন আবার সাইট না থাকলেও
কামাই করতে পারবেন! কিভাবে ?
টেনশন নাই। বিডি ব্লগার গ্রুপ এই সুযোগ দিয়েছে তাদের সাথে কাজের জন্য।
তাদের সাথে যোগাযোগ করুনঃ
আমিও নিজেও এদের সদস্য।
আপনি এদের সাথে কাজ শিখে নিজেও করতে পারবেন। যেমন আমি করছি। অবশ্য তাদের সাথে আমি এখন ভাল কাজ করতেছি। তাদের সময় দিয়ে আমি নিজের সাইটের কাজ করি। এটি খুবই লাভজনক কাজ।
আপনি চাইলেই সদস্যতা নিতে পারবেন।
এবার আসি এডসেন্স কি ও এটা দিয়ে কিভাবে টাকা পাবো সেটা নিয়ে।
গুগল এডসেন্স কি?
আমাদেরকে সবার প্রথমে জানতে হবে যে, গুগল এডসেন্স কি? গুগল এডসেন্স হল সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগলের একটা সার্ভিস। এটার মাধ্যমে গুগল ব্লগারদের ব্লগে বিজ্ঞাপন প্রদর্শন করে এবং তার বিনিময়ে ব্লগারদেরকে টাকা দেয়। ব্লগ থেকে ইনকামের এটাই সবচেয়ে বড় এবং বহুল ব্যাবহৃত উপায়।
গুগল কেন আমাদেরকে টাকা দেয়?
গুগলের আরেকটা সার্ভিস আছে, যার নাম গুগল এডওয়ার্ড। গুগল এডওয়ার্ড এর মাধ্যমে গুগল বিভিন্ন ওয়েবসাইট বা প্রতিষ্ঠানের কাছ তাদের ওয়েবসাইট বা প্রতিষ্ঠানের প্রচারনার চুক্তিতে টাকা নেয়। তারপর এডসেন্স সার্ভিসের মাধ্যমে গুগল বিভিন্ন ওয়েবসাইট বা ব্লগে টাকা প্রদানকৃত ওয়েবসাইট বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রদর্শন করায়। এখন গুগল যত টাকা আয় করে তার থেকে ওয়েবসাইট বা ব্লগের মালিকদেরকে ৬৮% পরিমান অর্থ প্রদান করে এবং বাকি ৩২% অর্থ সার্ভিস পরিচালনা ব্যয় হিসেবে গুগল রেখে দেয়।
গুগল ওয়েবসাইট বা ব্লগের মালিকদেরকে মাসে কত টাকা দেয়?
কিছুদিন আগে আমাকে একজন প্রশ্ন করেছিল যে, গুগল আপনাকে মাসে কত টাকা দেয়। এরকম ধারণা অনেকেরই আছে যে কষ্ট করে গুগল এডসেন্স একাউন্ট পেয়ে গেলেই গুগল আমাকে মাসে মাসে টাকা দিবে। যাদের এরকম ধারণা আছে, তারা এবার কথাটা জানুন।
গুগল আপনাকে মাসে মাসে কোন টাকা দিবে না, কারন গুগল আপনাকে চাকরি দেয়নি। আপনার ব্লগের মাধ্যমে যদি গুগলের কোন ইনকাম না হয়, গুগল কেন আপনাকে টাকা দিবে?
এডসেন্স এর টাকার পরিমান নির্ভর করে ব্লগের ভিজিটর এর উপর। আপনার যদি প্রচুর ভিজিটর থাকে তাহলে আপনি ভালো আয় করতে পারবেন অন্যথায় পারবেন না। গুগল আপনার সাইটে বিজ্ঞাপন অর্থাৎ অন্য ওয়েবসাইট এর লিঙ্ক প্রদর্শন করাবে, এখন আপনার ব্লগের ভিজিটর যদি সেই লিঙ্কে ক্লিক করে বিজ্ঞাপন দাতার ওয়েবসাইটে যায় তাহলেই আপনি টাকা পাবেন।
কিভাবে টাকা হাতে পাব?
গুগল ব্লগারদেরকে দুই ভাবে টাকা দেয়। ১. Western Union এবং ২. ব্যাঙ্ক চেক এর মাধ্যমে। দুঃখ জনক হলেও সত্য যে, আমাদের দেশে Western Union এর মাধ্যমে টাকা দেয়া হয় না। ফলে আমাদের টাকা হাতে পেতে দেরি হয়। আপনার একাউন্টে $100 বা তার বেশি জমা হলে প্রত্যেক মাসের ২৩-২৫ তারিখের মধ্যে একটি ব্যাঙ্ক চেক আপনার ঠিকানায় পোস্ট করা হবে।
চেক আসতে নরমালি পোস্ট-অফিসের মাধ্যমে আনলে ২০-২৫ দিন সময় নেয়। এর আপনি যদি DHL কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আনেন তাহলে এক সপ্তাহের মধ্যেই পেয়ে যাবেন (এক্ষেত্রে ৩০ ডলার কেটে নেয়া হবে)। চেক হাতে পাওয়ার পর চেকটি যে কোন ব্যাঙ্কে জমা দিলেই আপনার একাউন্টে টাকা জমা হয়ে যাবে। টাকা জমা হতেও কিছুদিন সময় লাগে।
আগামি টিউনে আরো বিস্তারিত থাকছে।
আমি নূর মোহাম্মদ।
ফেসবুকঃ https://goo.gl/AsqWiJ
আমি এডসেস্নস এর একটা বিকল্প উপায় জানি কি করে একদিনে এডসেস্নস একাউন্ট পাওয়া যায়
Post On [url=www.facebook.com/TrickMs] ফেসবুক [/url]
যোগাযোগ করুন।