mysmsbd_7b66e8931c93da8c88a0a8b6dec62f9e

বাচ্চারা খেলনা নিয়ে বায়না করলে, মায়েদের দেখা যায় কখনও ভুলিয়ে ভালিয়ে, কখনও ধমকে শান্ত করতে। কিন্তু, একজন পূর্ণবয়স্ক মানুষ যদি সিগারেটের জন্য বায়না করেন? তাও আবার মাটি থেকে ৩৮০০০ ফিট উঁচুতে! তখন? এমনই ঘটল লুফত্হংসার মিউনিখ থেকে কানাডার ভ্যাঙ্কুবারগামী একটি বিমানে।

সহযাত্রীরা জানিয়েছেন, প্লেনে ওঠার পর থেকেই লোকটি উসখুস উসখুস করছিলেন। কিন্তু, এরকম যে কিছু করতে পারেন, তা তাঁরা ভাবতেও পারেননি। প্লেন তখন মাটি থেকে ৩৮,০০০ ফিট উঁচু দিয়ে উড়ছে। এমন সময় ওই লোকটি লাইটার ধরান। তাঁকে এসে বাধা দেন কেবিন ক্রুরা। সঙ্গে সঙ্গেই তিনি চিত্কার জুড়ে দেন। আর এরপরই তিনি কেবিনের দরজা খুলে দাঁড়িয়ে পড়েন!

প্রায় ঝাঁপ দিতে যাবেন, এমনসময় কোনওমতে তাঁকে আটাকানো হয়। তাঁর একটাই দাবি, তাঁকে সিগারেট খেতে দিতে হবে। অনেক বুঝিয়েও তাঁকে ক্ষান্ত করতে ব্যর্থ হন বিমানসেবিকারা। শেষমেশ গতিপথ বদল করে জরুরি ভিত্তিতে হামবুর্গে নামানো হয় বিমানটি।

অন্যরকম খবর -এর অন্যান্য টপিক

One thought on "সিগারেটের তাড়নায় ৩৮০০০ ফিট উঁচুতে ইনি যা করলেন!"

Leave a Reply