নতুন নতুন

.
.
সকল নতুন টিপস
.
আপনাদের দেখাবো কিভাবে আসল আর নকল স্যামসাংফোনের মধ্যে পার্থক্য বের করবেনকেননা আজকাল মার্কেটে আসলের জায়গায় নকল টিবেচে দেয় তাও আসল টির দামে ।

গ্যাজেটস এন্ড গিয়ারসএ সেদিন অনেকগুলো নকল ফোন ধরা পড়ল যা তারাআসলের নামে বিক্রি করছিল।

★ পর্দার চারপাশে একটি কালো আকৃতির খালি অংশ থাকে।

★ আসল স্মার্টফোনের হোম বাটনটি পর্দার নিচে খুবকাছাকাছি থাকবে। নকলগুলোতে একটু নিচে থাকে, যাখেয়াল না করলে বোঝা যায় না।

★ নকল ফোনে স্যামসাংয়ের লোগোতে নখ বা অন্যকিছু দিয়ে আঁচড় কাটলে সেটি উঠে যায়।

★ নকল স্মার্টফোনের প্যাকেটের সঙ্গে সাধারণতএকটি ফ্লিপ কভার বিনা মূল্যে দেওয়া হয়, যা আসলফোনের সঙ্গে থাকে না।

★ স্ক্রিন টি কোনা থেকে বেশ দূরে থাকবে নকলফোনের । আসল টির কাছাকাছি থাকে

★ কয়েকটি সেন্সর কাজ করবে না

★ স্ক্রিন্টি সস্তা গ্লাস দিয়ে বানানো

★ ওপরের পদ্ধতিগুলো প্রয়োগ করেও যদি বুঝতে নাপারেন যে সেটি আসল না নকল ফোন সে ক্ষেত্রে‘এলসিডি টেস্ট’ করে নিতে পারেন। ফোনটিতে *#০*#চাপুন। ফোন আসল হলে সঙ্গে সঙ্গে পর্দায় এলসিডিটেস্ট দেখা যাবে।
নকল সেটে এটি কখনোই আসবেনা।

★ আসল ফোনে *#১২৩৪# চাপলে ভার্সন এপি, সিপি ওসিএসসি সিরিয়াল নম্বর, *#০ *# চাপলে জেনারেল টেস্টমোড এবং *# ০২২৮# দিয়ে ব্যাটারি স্ট্যাটাস দেখা যাবে।নকল ফোনে এসব ‘কোড’ কাজ করে না।
.

নতুন ডিজান ওয়েব নতুন নতুন পোস্ট দেখুন
.

One thought on "আসল আর নকল স্যামসাং ফোনের মধ্যে পার্থক্য যেভাবে বুঝবেন"

  1. N.A.Khan Contributor says:
    Avry think is fair&lovly

Leave a Reply