ইন্টারভিউ কক্ষে বল্টুর ডাক
পরলো…….
বসঃ বলুন তো বাংলাদেশ স্বাধীন হইছে কবে?
বল্টুঃ স্যার সেই ১৯৫২ সাল থেকে এর
প্রক্রিয়া শুরু আর ১৯৭১ সালের ১৬
ডিসেম্বর এর সমাপ্তি ঘটে।
বসঃ ৭১ সালের কয়েক জন শহীদের নাম
বলুন? বল্টুঃ লক্ষ লক্ষ লোকের মধ্যে ৫/৬
জনার নাম বলে বাকি সবাইকে
ছোট করতে চাই না স্যার। বসঃ গুড, আচ্ছা
বলুন তো মহাশূন্যে যে প্রাণের সন্ধান
বল্টুঃ এ সম্পর্কে এখনো গবেষনা চলছে
রেজাল্ট বের হলে আপনি আমি
সবাই জানবো স্যার। বসঃ ঠিক আছে আপনি যান। এতক্ষন দরজায় কান পেতে আরেক ইন্টারভিউ প্রার্থী নকলবাজ
আবুল ভিতরের কথপোকথন
শুনছিল, কিন্তু সে শুধু বল্টুর কথাই
শুনতে পেলো, আর বসের প্রশ্ন
সে শুনতে পাই নাই। তাকে যখন
ডেকে নিয়ে বস প্রশ্ন করলো…………
বসঃ আপনার জন্ম কবে? আবুলঃ সেই ১৯৫২
সাল থেকে এর প্রক্রিয়া শুরু আর
১৯৭১ সালের ১৬ ডিসেম্বরে এর সমাপ্তি ঘটে।
বস ভাবলো আবুল মনে হয় প্রশ্ন শুনতে ভুল
করেছে তাই আরেকটা প্রশ্ন করলো…
বসঃ আচ্ছা আপনার বাবার নাম কি?
জনার নাম বলে বাকি সবাইকে
ছোট করতে চাই না স্যার। বসঃ আপনি
পাগল নাকি? আবুলঃ এ সম্পর্কে এখনো
গবেষনা চলছে, রেজাল্ট বের হলে জানতে পারবেন। 😛