কয়েকদিন আগে ইন্টারনেট সরগরম
ছিল পানির উপর দিয়ে হেঁটে
যাওয়া মানুষদের নিয়ে। এ নিয়ে
বিশ্ব রেকর্ডও হয়েছে। শি
লিলিয়াং নামের একজন দীর্ঘদিন
ধরেই পানির উপর হাঁটা চর্চা করে
আসছিলেন।
চীনা শাওলিন মন্দিরের ইতিহাস
অনুযায়ী, একটা সময় ছিল যখন
শাওলিন মন্দিরে শরীর চর্চার
বিভিন্ন দিক চর্চা করানো হতো।
কিন্তু মিং সাম্রাজ্যের আমলে
শাওলিন মন্দিরগুলোর উপর কর্তৃত্ব
আরোপ করলে অনেক জ্ঞানই গুপ্ত

অবস্থায় চলে যায়। এই পানির উপর
দিয়ে হাঁটাও তেমনি এক গুপ্তজ্ঞান।
যার চর্চা দীর্ঘদিন মাস্টারের
তত্ত্বাবধানে শিখছিলেন
লিলিয়াং। তার ভাগেই রয়েছে
সেই বিশ্বরেকর্ড।
কিন্তু আসলেই কি পানির উপর দিয়ে
এতো সহজে হেঁটে যাওয়া যায়?
গবেষকদের তথ্য অনুযায়ী, এই কাজের
জন্য সবেচেয়ে দরকার হলো নিজের
ভরকেন্দ্র নিয়ন্ত্রন করার দক্ষতা অর্জন
করা। কারণ পানির উপর যত কঠিন বস্তুই
হোক না কেন তার টালমাটাল
অবস্থা হবেই। সেই টালমাটাল
অবস্থায় একজন মানুষের পক্ষে
নির্বিবাদে হেঁটে যাওয়া খুব
একটা সহজ কাজ নয় যদি তার নিজের
ভারসাম্য ধরে রাখার ক্ষমতা না
থাকে।
তবে একটি ভিডিওতে
দেখা যায় এর পেছনের রহস্য।
সাগরের উপরে হেঁটে যাওয়া নিয়ে
রহস্যের সমাধান না হলেও সুইমিং
পুলে কিভাবে মানুষ অনায়াসে
হেঁটে বেড়াচ্ছে তা দেখানো
হয়েছে এই ভিডিওতে।

ভিডিওটি ডাউনলোড করে দেখতে এখানে ক্লিক করুন

5 thoughts on "পানির উপর দিয়ে হেঁটে যাবার রহস্য ফাঁস!"

  1. SM MoniR Contributor says:
    রানা ভাই তাহলে আমাকে টিউনার করলেন না। আসলে ভাই আপনারা ভালো মন্দের বিচারটাই করতে পারেন না।
    1. Rashed Khan Contributor says:
      রানা ভাই তোর IP Address চেক করে দেখছে Monir650 আর তোর IP Address হুবহু এক।
    2. SM MoniR Contributor says:
      monir650 বোধয় তোর বাপ লাগে তাই আমার সাথে ওর তুলনা করিস
  2. SM MoniR Contributor says:
    এ ফালতু কথা বলবি না।
  3. MONOWAR HOSEN Contributor says:
    কিরে দু জনে ঝগড়া করো কেন??

Leave a Reply