আইসিসির সবশেষ টেস্ট র্যাঙ্কিং জানিয়ে দিল, অ্যান্ডারসন এখন বিশ্বের এক নম্বর টেস্ট বোলার।
সোমবার শেষ হওয়া চেষ্টার-লি-স্ট্রিট টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৮ উইকেট নিয়েছেন অ্যান্ডারসন। পেয়েছেন ৩০ র্যাঙ্কিং পয়েন্ট। এর আগে প্রথম টেস্টে হেডিংলিতে পেয়েছিলেন ১০ উইকেট। দুই টেস্টে সব মিলিয়ে অ্যান্ডারসনের অর্জন ৭৯ পয়েন্ট। তাতে চার ধাপ এগিয়ে উঠে এলেন শীর্ষে।
অ্যান্ডারসনের আগে টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠতে পেরেছিলেন আর মাত্র ৩ জন ইংলিশ বোলার। ১৯৮০ সালে প্রথমবার এই কৃতিত্ব অর্জন করেছিলেন ইয়ান বোথাম। ২০০৪ সালে শীর্ষে উঠেছিলেন স্টিভ হার্মিসন। সবশেষ এই বছরের শুরুর দিকে ব্রড।
এক থেকে তিনে নেমে যেতে হয়েছে ব্রডকে। আগের মতোই দুই নম্বরে আছেন রবিচন্দ্রন অশ্বিন। শীর্ষ দশে নেই আর কোনো পরিবর্তন।
ব্যাটসম্যানের র্যাঙ্কিংয়েও শীর্ষ দশে নেই পরিবর্তন। সেরা তিনে স্টিভ স্মিথ, জো রুট ও কেন উইলিয়ামসন।
অশ্বিন ধরে রেখেছেন অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান। সাকিব আল হাসান আছেন দুইয়েই।
One thought on "এক নম্বরে অ্যান্ডারসন"