ইনজুরির কারণে কোপা আমেরিকা খেলা হচ্ছে না কাকার। মাংসপেশীর ইনজুরির কারণে জাতীয় দলের স্কোয়াড থেকে বাদ পড়েছেন তিনি। বুধবার ব্রাজিলিয়ান ফেডারেশন এই ঘোষণা দেয়।

২৩ সদস্যের দলে কাকার পরিবর্তে জায়গা পাচ্ছেন সাও পাওলো তারকা গ্যানসো।

দগলাস কস্তা ইনজুরিতে পড়ায় গত সপ্তাহে তার পরিবর্তে জায়গা পেয়েছিলেন ৩৪ বছর বয়সী কাকা। কিন্তু পাঁচদিনের মধ্যে ছিটকে পড়লেন তিনি।

জাতীয় দলের প্রযুক্তিগত পরিচালক গিলমার রিনাল্ডি বলেছেন, প্রশিক্ষণে কাকার অস্বস্তি হচ্ছে। আমরা একটি পরীক্ষা নিয়েছি। পুরোপুরি সুস্থ হতে তার ২০ দিন লাগবে। আমরা গ্যানসোর বিষয়ে কথা বলেছি। সবকিছু ঠিক থাকলে সে ডাক পেতে পারে।

গ্যানসো ২০০৯ সাল থেকে ২০১২ সালের মধ্যে সান্তোসের হয়ে কোপা ডি ব্রাজিল, সাও পাওলো স্টেট লিগ ও কোপা লিবার্টাডোরস খেলেছিলেন। ২০১২ সালে দিনি সাও পাওলোর সঙ্গে চুক্তিবদ্ধ হন।

২০১২ সালের অলিম্পিক টুর্নামেন্টের পর তাকে ব্রাজিলের জার্সিতে আর দেখা যায়নি।

Leave a Reply