রাজধানী অদূরে পূর্বাচল ও এর নিকটস্থ
এলাকা নিয়ে যে স্বতন্ত্র মহানগর গড়ে
তোলার উদ্যোগ নেওয়া হয়েছে,
সেখানে ১৪২ তলা বিশিষ্ট আইকন টাওয়ার
স্থাপন করা হবে। শিগগিরই প্রকল্প
আকারে কাজটি শুরু হবে। আগামী ২০১৮
অর্থবছরের মধ্যে এ প্রকল্পের কাজ
শেষ হবে।

উইকিপিডিয়ায় আরো বিস্তারিত জানুনঃ https://en.m.wikipedia.org/wiki/Iconic_Tower

বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে
২০১৬-১৭ অর্থবছরের প্রায় সাড়ে তিন
লাখ কোটি টাকার বাজেট প্রস্তাবকালে
এ চাঞ্চল্যকর তথ্যটি জানিয়েছেন
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বক্তৃতার একপর্যায়ে মুহিত বলেন, ‘এবার
আমি আমার একটি স্বপ্নের কথা বলতে
চাই। আমার এ স্বপ্ন বাস্তবায়নে প্রবৃদ্ধি
সঞ্চালক ও জনবান্ধব একটি বিশেষ

প্রকল্প সম্পর্কে সবাইকে বলব।

আপনারা জানেন, পূর্বাচল ও এর নিকটস্থ
এলাকা নিয়ে একটি স্বতন্ত্র মহানগর
গড়ে তোলার উদ্যোগ ইতিমধ্যে
নেওয়া হয়েছে। এ মহানগরে পিপিপির
(সরকারি-বেসরকারি অংশীদারত্ব) আদলে
একটি প্রকল্প বাস্তবায়নের বিষয়ে চিন্তা-
ভাবনা করছি। এর মাধ্যমে একটি
আন্তর্জাতিক কনভেনশন সেন্টার, একটি
আধুনিক স্পোর্টস কমপ্লেক্স ও
১৪২তলা বিশিষ্ট আইকনিক টাওয়ার স্থাপন করা
হবে। কনভেনশন সেন্টারের মূল
মিলনায়তনে পাঁচ হাজার লোকের বসার
ব্যবস্থা থাকবে এবং স্পোর্টস
কমপ্লেক্সের মূল স্টেডিয়ামের ধারণ
ক্ষমতা হবে ৫০ হাজার।’

মন্ত্রী বলেন, ‘প্রকল্পটি বাস্তবায়িত
হলে এতদঞ্চলে কর্মসংস্থানসহ ব্যবসা
বাণিজ্যের ব্যাপক প্রসার হবে।
অর্থনৈতিক কর্মচাঞ্চল্য সৃষ্টি হবে।
প্রকল্পের সুফল পাবে সকল পর্যায়ের
জনগণ। উপরন্তু, দেশি-বিদেশি সবার
কাছেই স্থাপনাগুলো বিশেষভাবে

আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন স্থান
হিসেবে সমাদৃত হবে।

এজন্য আমাদের ৭০ একর জমি ক্রয়
করতে হবে এবং এ এলাকাকে জাতীয়
যোগাযোগ ব্যবস্থার মধ্যে নিয়ে
আসতে হবে। এর সম্ভাব্য ব্যয়
নির্বাহের জন্য বাজেটে
প্রয়োজনীয় বরাদ্দ রাখা হবে। আশা
করা যায় যে, ২০১৮ সালে এ প্রকল্পটি
সম্পন্ন হবে।’

10 thoughts on "বিশ্বের ৩য় উচ্চতম বিল্ডিং, ১৪২ তলা আইকনিক টাওয়ার হচ্ছে বাংলাদেশে"

  1. Bappy Contributor says:
    #Rashed khan….tor vaggo valo tui amar samne nai……naile ai baboharar jonno tore je ki kortam
    1. Kazi Abdul Wakil Contributor says:
      ঐ বেটা চুপ কর, তোর ভাগ্য ভাল তুই আমার সামনে নেই থাকলে তোকেও রিদয়ের মত সাংবাদিক বানাতাম।
    2. Rashed Khan Contributor says:
      ঐ কাজীর বাচ্চা তুইতো সব নিউজ পোস্ট করিস, তুই আবার কথা বলিস।
    3. Kazi Abdul Wakil Contributor says:
      ঠিক করে কথা বল @Rashed
  2. Bappy Contributor says:
    tai….. tui thakis koi….
    1. Kazi Abdul Wakil Contributor says:
      sorry!
  3. Kazi Abdul Wakil Contributor says:
    ভাই কিছু মনে করিস না, আমি একটা খবরের পোস্ট করার কারণে আমাকে এমন কথা শুনতে হয়েছে। তাই এমন কমেন্ট করতে বাধ্য হলাম। Sorry! Bappy and Hridoy
  4. Hridoy ahmed Contributor Post Creator says:
    ভালো ভাবে কথা বলুন। ব্যাবহারে
    বংশের পরিচয়।
  5. Hridoy ahmed Contributor Post Creator says:
    ভালো ভাবে কথা বলুন। ব্যাবহারে
    বংশের পরিচয়।
  6. PrInCe OnToR Author says:
    এই মা**** তোর জলে কেন কপি করছে তো কি হইছে জারা জানেনা তারাতো জানলো। কু**** বা*** ভালো হয়ে জা সামনে পাইলা ডাইরেক্ট গংগা নদিতে সাপ্লাই।

Leave a Reply