মায়ের মৃত্যুর চার মাস পর জন্ম হয়েছে
এক ফুটফুটে শিশুর। এই ব্যতিক্রমী
ঘটনাটি ঘটেছে পর্তুগালের লিসবন
হাসপাতালে।
চিকিৎসকরা চার মাস আগে ওই শিশুর
মাকে মৃত ঘোষণা করেছিল। গর্ভবতী
ওই নারীর মৃত্যুর পর স্বাভাবিকভাবেই
সবাই ভেবেছিল তার গর্ভের সন্তানও
হয়তো মারা যাবে।
কিন্তু সবার ধারণাকে ভুল প্রমাণ করে
পৃথিবীর আলো দেখল ছোট্ট শিশুটি।

চিকিৎসকরা জানান, ওই নারী
গর্ভাবস্থায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর ৩২
সপ্তাহ পর মঙ্গলবার ওই শিশুটির জন্ম হয়।
শিশুটির ওজন প্রায় আড়াই কিলো।
ফেব্রুয়ারিতে ৩৭ বছর বয়সী ওই নারীর
মস্তিষ্ক অচল হয়ে যায়। তখন
চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।
কিন্তু তখনো হাল ছাড়েননি তারা।
তারা দেখতে পেয়েছিলেন ওই
নারীর গর্ভের সন্তান বেঁচে আছে
এবং সে বেশ স্বাভাবিক রয়েছে।
পরে সিজারিয়ান অপারেশনের
মাধ্যমে শিশুটির জন্ম হয়। এই ঘটনাকে
বিরল ঘটনা বলে উল্লেখ করেছেন
পর্তুগালের স্ত্রীরোগ ও
ধাত্রীবিদ্যার প্রধান লুইস গ্রাসা।

দয়াকরে আমার সাইট এ আসেন
Postmaza.coM

4 thoughts on "মায়ের মৃত্যুর ৪ মাস পর শিশুর জন্ম !"

  1. trickbdd Subscriber says:
    ৩৭ বছর বয়সী ওই নারীর
    মস্তিষ্ক অচল হয়ে যায় tahole mittu bolsen keno Jane pari
    1. Princezzzzz Contributor Post Creator says:
      🙁
  2. trickbdd Subscriber says:
    mohila morle to or sorire pochon dhorar kotha
  3. Raju Author says:
    ডাক্তারদের ধন্যবাদ জানাই।

Leave a Reply