শিগগিরই ব্লুটুথ প্রযুক্তির হালনাগাদ সংস্করণ উন্মুক্ত হচ্ছে। ব্লুটুথ স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ (এসআইজি) সম্প্রতি এ তথ্য জানিয়েছে। প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক মার্ক পাওয়েল বলেছেন, ব্লুটুথের পঞ্চম সংস্করণ ১৬ জুন লন্ডনে উন্মুক্ত করা হবে।

ব্লুটুথের নতুন সংস্করণে আরও বেশি আওতা ও গতি বাড়বে। বর্তমানে ব্লুটুথের নতুন সংস্করণে গতি চার গুণ ও আওতা দ্বিগুণ বাড়বে। এ ছাড়া ব্লুটুথ যেসব যন্ত্রে সমর্থন করে, তার চেয়ে বেশি যন্ত্র সমর্থন করবে।
ব্লুটুথের মাননির্ধারণী সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, ব্লুটুথ ৫ সংস্করণে লোকেশন-সম্পর্কিত তথ্য ও নেগিভেশন সেবার মতো ফাংশন যুক্ত হবে। তবে পুরোনো স্মার্টফোন বা ডিভাইসে এ প্রযুক্তি সমর্থন করবে কি না, তা এখনো জানানো হয়নি।
উল্লেখ্য, ব্লুটুথ এসআইজি প্রতিষ্ঠানটি অ্যাপল, ইনটেল, মাইক্রোসফটের মতো প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সহায়তায় গড়ে উঠেছে।

2 thoughts on "আরও উন্নত হচ্ছে ব্লুটুথ।"

  1. Reja BD Author says:
    apnar fb id link ta din
    1. PrInCe OnToR Author Post Creator says:
      fb.com/PrinceOntorbd

Leave a Reply