ঢাকা প্রিমিয়ার লিগের
আয়োজন করে তামিম ইকবালকে নিয়ে নতুন
করে বিতর্ক ডেকে আনলো বিসিবি। আবাহনির
অধিনায়ক তামিম ইকবাল। বিপিএলেও তামিম ইকবাল
সিলেট দল মালিকের সাথে বিতর্কে জড়ায়।

এবার বিতর্কে জড়ান তিনি। এত কেন অনিয়ম?
আম্পায়ারদের সাথে বাজে আচরণ করে বড়
ধরনের বিতর্ক যোগ করেছেন তামিম ইকবাল।
অন্যান্য দলে কারণে এখন উত্তপ্ত বিসিবি। গত
রোববারের ম্যাচে তামিম ইকবাল রেগে যান
আম্পায়ারের বিরুদ্ধে।

আম্পায়ার খেলা পরিচলনা বন্ধ করে মাঠ ছাড়েন।
খেলা বন্ধ বলে ঘোষণা দেয়া হয়। দেখা যায়
তামিম ইকবাল আম্পায়ারকে তেড়ে আসেন।

বাজে ভাষায় গালি দেন। কিন্তু এ বিষয়ে কোনো
আম্পায়ার কোনো অভিযোগ করেননি!!!

বরং জানানো হয়েছে অসুস্থ হয়ে এক যোগে
মাঠ ছেড়েছেন দুই আম্পায়ার। দুই জন আম্পায়ার
কেন এক সাথে মাঠ ছাড়লেন? এক সাথে
দুইজনে কিভাবে অসুস্থ! এটিকে সম্পূর্ণ বাজে
কথা হিসেবে উল্লেখ করেছেন
অভিযোগকারীরা।

অন্যদিকে খেলার বন্ধ হলেও দ্বিতীয় দিনে
তথা রিজার্ভ ডেতে ম্যাচ হয়নি কেন? এ নিয়ে
প্রশ্ন। আর তাতে উত্তপ্ত বিসিবি। তামিম কি
কোনো অপরাধ করেন নাই। করলেও তিনি অধরা
কেন? এ নিয়ে বইছে বিতর্ক।

তামিমের উচ্ছৃংখলার বিষয়ে কিছুই লেখা নেই ম্যাচ
রেফারির রিপোর্টে। চলমান ঢাকা প্রিমিয়ার লিগে
নানা অনিয়ম হয়েছে। তামিম ইস্যু তার অন্যতম।
সিসিডিএম কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন
প্রধান সমন্বয়কারী আমিন খান।

প্রাইম দোলেশ্বরের বিপক্ষে ওই ম্যাচ নিয়ে

এখন কি হবে নেই এর উত্তর। আমিন খান
বলেছেন, মিডিয়ায় কি আসে আর ভিডিওতে কি
দেখা যায় এটি আমাদের দেখার বিষয় নয় ম্যাচ
রেফারি কি বলেন এটাই বিষয়।

প্রসঙ্গত, সবমিলিয়ে তামিম ইস্যুকে ধামাচাপা দেয়ার
চেষ্টা। আর এ বিষয়ে কর্মকর্তাদের হাস্যকর
বক্তব্যর ছড়াছড়ি। দেশের ক্রিকেটে
সবচেয়ে আলোচিত বিষয়ে পরিণত হচ্ছে এটি।

পরুনঃ যুক্তরাষ্ট্রে যৌন ব্যবসায় বিক্রি হওয়া শিশুদের কথা

Leave a Reply