হেলো বন্ধুরা
আমরা অনেকেই আছি যাদের কাছে ভাল কোন ক্যামেরা নেই বা ভাল কোন ফোন নেই, ভাল ক্যামেরা না থাকার কারনে ফেসবুক ইন্সটাগ্রাম লিঙ্কদিন ফাইভার এ সব সাইটে ভাল কোন প্রোফাইল দিতে পারি না। আশা করি আজকের পোস্টটি অনেকের উপকারে আসবে।
আজকে আমরা দেখব কিভাবে একটা সেলফি কে প্রোফেসনাল একটা ফটো বানানো জায় এ আই এর মাধ্যমে সম্পূর্ণ ফ্রীতে।
প্রথমে একটি সেলফি তুলুন: আপনার ফোন দিয়ে প্রথমে একটি সেলফি তুলুন। সেলফিটা একেবারে নিখুঁত হওয়ার দরকার নেই, কারণ পরে আমরা এটাকে আরও উন্নত করব।
ছবি জেনারেট করুন: আপনার ব্রাউজারে https://ideogram.ai এই ওয়েবসাইটে যান। এরপর “21 year old Indian boy wearing formals posing for Linkedin red light in background” এই টেক্সট কপি করে ইনপুট বক্সে পেস্ট করে generate বাটনে ক্লিক করুন, তারপর কিছুক্ষন অপেক্ষা করবেন কিছু ফটো জেনারেট হবে, এই ফটোগুলোর মধ্যে থেকে যেটি ভালো লাগে সেটার উপর ক্লিক করুন।
বোঝার জন্য নিচে কিছু ছবি দিলামঃ
পছন্দ মত একটি ছবি সিলেক্ট করুন
এরপর থ্রী ডটে ক্লিক করে ছবিটি ডাউনলোড করে নিন
ফেস পরিবর্তন করুন: ডাউনলোড করা ফটোতে আপনার মুখ নেই, তাই আপনার মুখ যুক্ত করতে হবে। এজন্য একটি নতুন ট্যাব খুলুন এবং “face swap” সার্চ করুন অথবাীই লিঙ্কে ক্লিক করুন https://remaker.ai/face-swap-free। ওয়েবসাইটে ঢোকার পর দুইটা বক্স দেখতে পাবেন, প্রথম টিতে ডাউনলোড করা ইমেজ আপলোড দিবেন আর দ্বিতিও টিতে আপনার সেলফি আপলোড দিবেন তারপর swap এ ক্লিক করবেন ;
একটু অপেক্ষা করার পর দেখতে পাবেন আপনার ফেস swap হওয়ে গিয়েছে, কিন্তু ফটো টি একদম ক্লিয়ার নয়;
ফটো আপস্কেল করুন: ফটোটি আরও HD করতে Hd Upscale এ ক্লিক করুন।
এরপর এরকম একটা পেজ আসবে, জাস্ট Generate এ ক্লিক করুন;
ব্যাস আপনার কাজ শেষ এখন সুধু ডাউনলোডে ক্লিক করে ছবিটি ডাউনলোড করে নিন;
আমি পিসি তে করে দেখাইসি মোবাইলেও সেম প্রসেস
আজ তাহলে চলি আসসালামু আলাইকুম;
You must be logged in to post a comment.
Thumbail ki diye banan?
Canva