ধর্ষণের শিকার হয়ে স্কুলপড়ুয়া ১০
বছরের শিশুটি কাতরাচ্ছিল নোয়াখালী
জেনারেল হাসপাতালে। দরিদ্র বাবা-মা এক
ব্যাগ রক্তের জন্য পাগলের মতো
ছুটোছুটি করেছেন। কিন্তু না পেয়ে
দুশ্চিন্তায় পড়ে গেলেন তাঁরা। ঠিক
তখনই এগিয়ে এলেন পুলিশের দুই
সদস্য। তাঁরা তাৎক্ষণিকভাবে দুই ব্যাগ রক্ত
দিয়ে বাঁচালেন ওই শিশুকে।
আজ সোমবার নোয়াখালী সদর
উপজেলায় এ ধর্ষণের ঘটনা ঘটে।

ধর্ষণের শিকার শিশুটি একটি প্রাথমিক
বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।
তাকে রক্ত দিয়ে জীবন বাঁচানো দুই
পুলিশ সদস্য হলেন কনস্টেবল নাছির
উদ্দিন ও নায়েক ওমর বিজয় চাকমা।
শিশুটির মা সাংবাদিকদের বলেন, তাঁর বাড়ির
পাশেই চাচা শ্বশুর মো. মোস্তফার বাড়ি।
আজ বেলা সাড়ে ১১টার দিকে তার
মেয়ে বাসা থেকে বের হয়। তখন
মোস্তফা তার মেয়েকে কথা আছে

বলে বাড়ির পুকুর পাড়ে নিয়ে যায়।
সেখানে তাকে ধর্ষণ করেন
মোস্তফা।

এ সময় মেয়ের চিৎকারে আশপাশের
লোকজন ছুটে গেলে মোস্তফা
পালিয়ে যান। পরে মেয়েকে
নোয়াখালী জেনারেল হাসপাতালে
ভর্তি করা হয়। মেয়েকে হাসপাতালে
আনার পর চিকিৎসকেরা জরুরি ভিত্তিতে দুই
ব্যাগ রক্ত যোগাড় করতে বলেন।
কিন্তু অনেকক্ষণ খোঁজাখুঁজি করে
রক্ত যোগাড় করা যায়নি। এ সময়
হাসপাতালে উপস্থিত এক গণমাধ্যমকর্মী
জেলা পুলিশ সুপারকে অবহিত করেন।
পরে পুলিশ সদস্য নাছির ও ওমর শিশুটিকে
রক্ত দেন।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা
(আরএমও) মোহাম্মদ ফরিদ উদ্দিন
চৌধুরী প্রথম আলোকে বলেন,
ধর্ষণের শিকার হয়ে শিশুটি মারাত্মকভাবে
অসুস্থ হয়ে পড়েছিল। তবে শিশুটির
সফল অস্ত্রপচার হয়েছে। আস্তে
আস্তে সে সুস্থ হয়ে ওঠবে বলে
আশা করা হচ্ছে।

জানতে চাইলে রক্তদাতা পুলিশ

কনস্টেবল নাছির উদ্দিন সাংবাদিকদের
বলেন, ‘রক্ত দিতে পেরে ভাল
লাগছে। আমি জীবনে কখনো
কল্পনাও করিনি, এভাবে কারো জীবন
বাঁচানোর জন্য রক্ত দিতে পারব।’
অপর পুলিশ সদস্য নায়েক ওমর বিজয়
চাকমা বলেন, শিশুটিকে রক্ত দিতে
পেরে খুবই ভাল লাগছে।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
আনোয়ার হোসেন প্রথম
আলোকে বলেন, ধর্ষণকারীকে
গ্রেপ্তারের চেষ্টা চলছে

আরো পরুনঃ ২০১৬ সালের সেরা ১০ টি উপায়ে ফেসবুক পাসওয়ার্ড হ্যাক করুন।…

3 thoughts on "পুলিশ সদস্যদের রক্তে বেঁচে গেল ধর্ষণের শিকার শিশুটি"

  1. Blackhunter Contributor says:
    Baby Rape.Shame on Bangladesh
  2. Fibd.gq Subscriber says:
    হায় আল্লাহ! এই ছোট্ট শিশুটি যদি ধষিত হতে পারে তাহলে এটা কেমন দেশ হল? যে দেশে একটি ১০বছরের ছাত্রির নিরাপত্তা নাই!

Leave a Reply