মার্কিন প্রযুক্তি ব্যবহার না করে প্রথমবারের
মতো বিশ্বের সবচেয়ে শক্তিশালী
সুপারকম্পিউটার তৈরি করেছে চীন। প্রতি
সেকেন্ডে ৯৩ পেটাফ্লপ (১
পেটাফ্লপ=১ হাজার টেরাফ্লপ বা ১০ লাখ
গিগাফ্লপ) গতির ‘সানওয়ে তাইহুলাইট’ নামের এই
সুপারকম্পিউটার তৈরিতে স্থানীয় মাইক্রোচিপ
ব্যবহার করা হয়েছে বলে ২০ জুনে প্রকাশিত
টপ ৫০০-এর প্রতিবেদনে জানানো হয়।

বছরে দুবার গতির বিচারে সেরা ৫০০
সুপারকম্পিউটার তালিকা প্রকাশ করে টপ ৫০০
নামের প্রতিষ্ঠান। জার্মান এবং মার্কিন
বিশেষজ্ঞদের সাহায্য নিয়ে লিনপ্যাক
বেঞ্চমার্কে জরিপ চালিয়ে প্রতিবেদন
প্রকাশ করেন টপ ৫০০।

টপ ৫০০-এর আগের তালিকার শীর্ষেও ছিল

চীন, তবে তিয়ানহে-২ নামের সে কম্পিউটার
তৈরিতে মার্কিন মাইক্রোপ্রসেসর নির্মাতা
ইনটেলের প্রসেসর ব্যবহার করা হয়েছিল।
তিয়ানহে-২ ছিল মাত্র ৩৩ পেটাফ্লপ গতির।

পশ্চিমা প্রযুক্তির ওপর যে চীনের
নির্ভরশীলতা কমছে, সানওয়ে তাইহুলাইট তা-ই
প্রমাণ করে। জলবায়ু এবং জীবন বিজ্ঞান
গবেষণায় ব্যবহারের জন্য চীনের উশি
শহরের ন্যাশনাল সুপারকম্পিউটিং সেন্টারে এটি
স্থাপন করা হয়েছে।

গতির বিচারে শীর্ষ দশ সুপারকম্পিউটারের দুটি
চীনে, চারটি যুক্তরাষ্ট্রে অবস্থিত। বাকি চারটির
মধ্যে জাপান, জার্মানি, সুইজারল্যান্ড ও সৌদি
আরবে একটি করে আছে। শুধু তালিকার
শীর্ষে না, সেরা ৫০০ সুপারকম্পিউটারের
১৬৭টি চীনে অবস্থিত।

অথচ শীর্ষ
প্রসেসর নির্মাতাদের দেশ যুক্তরাষ্ট্রে
আছে ১৬৫টি। বিজ্ঞান ও প্রযুক্তির গবেষণায়
চীন প্রচুর অর্থ খরচ করে যাচ্ছে। এ
বছরের মধ্যেই দক্ষিণ-পূর্ব চীনে

বিশ্বের সবচেয়ে বড় রেডিও
টেলিস্কোপ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা
করছে দেশটির সরকার।

এত প্রচেষ্টার পরেও অবশ্য বিজ্ঞান
গবেষণায় বেশ কিছু দিক থেকে দেশটি
পিছিয়ে পড়ছে। অন্যদিকে চীনের
ইউনিভার্সিটিগুলোও বৈশ্বিক তালিকায় আশানুরূপ ফল
করতে পারছে না।

পরুনঃ আমাকে ধর্ষণ করা হয়নি: সানি লিওন

One thought on "চীনের হাতে আবার শীর্ষ সুপারকম্পিউটার!!"

  1. NIKHILROY Author says:
    রানা ভাই টিউনার হতে চাই

Leave a Reply