মেসিকেও সেই কিশোর কাল থেকেই বার্সেলোনার লা মাসিয়া একাডেমিতে গড়ে তোলা হয়েছে। মেসির পরিবারও আর্জেন্টিনার রোজারিও থেকে বার্সেলোনায় চলে এসেছিল শুধু ছেলের ফুটবল ক্যারিয়ারের স্বার্থেই। সেই মেসি আজ ভুবন বিখ্যাত, মহাতারকা। বারতুচিরও প্রতিভা আছে। তাঁরও ‘নতুন মেসি’ হয়ে ওঠার সম্ভাবনা উজ্জল।
২০০৯ সালে এই বারতুচির ওপর চোখ পড়ে বার্সেলোনার। সেবার অনূর্ধ্ব-১০ বছর বয়সীদের একটি ফুটবল প্রতিযোগিতায় বারতুচি অংশ নিয়েছিলেন আর্জেন্টাইন ক্লাব এস্তুদিয়ান্তেসের অনূর্ধ্ব-১০ বছর বয়সী দলের হয়ে। স্পেন সফরে বার্সেলোনার কিশোর দলের বিপক্ষে এস্তুদিয়ান্তেসের ৬-০ গোলের জয়ে বারতুচির পা থেকে এসেছিল জোড়া গোল।
যোগাযোগটা ছিলই। এই তো কিছুদিন আগেই বার্সেলোনায় ডেকে পাঠানো হয় বারতুচির পরিবারকে। প্রয়োজনীয় আর্থিক চুক্তি সেরে বার্সার যুবদলে বারতুচি যোগ দেবে আগামী ২২ জুলাই।
Trickymela.Tk
3 thoughts on "আরেক ‘মেসি’ পেয়ে গেছে বার্সেলোনা?"