প্লে স্টোরে গেম টি (৪,১৫৮,৬২৪) বার ইন্সটল হয়েছে।

কোনো সাগর বা মহাসাগরে যদি কোনো
কারণে আপনার জাহাজ ডুবে যায় আর
পানি সাঁতার কাটা অবস্থায় আপনার
শরীর থেকে কোনোভাবে রক্ত বেরিয়ে
পানিতে মিশে যায়, তখন আপনার প্রথম
ভয় হবে হাঙরকে ঘিরে। সাগরতলের এই
খুনী রক্তের আভাষ পাওয়া মাত্রই দলে
দলে হাজির হয়ে যাবে দুপুরের খাবারটা
সেরে নিতে। আর হাঙরের উপস্থিতি টের
পেলে আর সেসময় পানিতে নিরূপায় হয়ে
থাকতে হলে রক্ত কী পরিমান শীতল হয়,
তা বোধহয় অনুধাবন করাও অসম্ভব।

তবে সাগরতলের আতঙ্ক হলেও হাঙরও
কিন্তু সবসময় সুখে থাকে না। যদিও
সাগরতলের জলরাজ্যে খাবারের অভাব
হওয়ার কথা না, তবুও শিকার করেই কিন্তু
নিজের খাবার নিজেকে জুটাতে হয়
হাঙরদেরও। আর সেই অনুভূতি কিছুটা
হলেও পেতে পারবেন হাঙ্গরি শার্ক ২
গেমটি খেললে।

হাঙ্গরি শার্ক ২ গেমটিতে আপনাকে
একটি ক্ষুধার্ত হাঙর হয়েই খেলতে হবে।
মোবাইলের অ্যাক্সেলেরোমিটার

সেন্সর ব্যবহার করে এই গেমটিতে আপনি
হাঙরকে অর্থাৎ নিজেকে বিভিন্ন
দিকে চালিত করতে পারবেন। পানির
নীচের দৃশ্যের পাশাপাশি রয়েছে ছোট-
বড় বিভিন্ন প্রজাতির মাছ। এমনকি
পানির উপরের অংশে থাকলে একটু পর
পর স্বজাতির ভাই-বোনদেরও দেখতে
পাবেন স্কেটিং করতে। তখন কিন্তু দরদী
হলে চলবে না। কেননা, কিছুক্ষণ না
খেয়ে থাকলে ক্ষুধায় মারা পড়বে
হাঙর। আর এতেই আপনার গেম ওভার হয়ে
যাবে। তাই সবসময় খাবার খাওয়ার
মধ্যেই থাকতে হবে। সেটা মানুষই হোক
আর পুঁটি মাছই হোক!

তবে সামনে যা পাবেন তাই গপ করে
গিলে ফেললেও কিন্তু হবে না! কিছু
জেলিফিশ আর সাগরের গভীর দিকে
থাকা বড় বড় মাছের সামনে পড়লে কিন্তু
উল্টো মৃত্যু আছে! তাই বুঝেশুনে খাবার
গিলতে হবে। গেলার জন্য আলাদা কিছু
করতে হবে না। কেবল মুখের সামনে
আনলেই হবে। এ জন্য প্রথম প্রথম সেন্সর
দিয়ে খেলতে একটু কষ্ট হলেও দ্রুতই সহজ
হয়ে আসবে। তখন সত্যিই মজার একটি
গেম হয়ে উঠবে হাঙ্গরি শার্ক ২।

প্রতিটি খাদ্যের জন্য স্কোর রয়েছে।
নির্দিষ্ট স্কোর পার হওয়ার পর লেভেল
উন্নীত হবে। সেইসঙ্গে কঠিন হতে

থাকবে গেমে বেঁচে থাকার লড়াই।
সারাক্ষণ উপরে ঘুরলেও কিন্তু চলবে না।
গেমের আসল মজা পেতে ডুব দিতে হবে
গভীর সমুদ্রে। আর বিভিন্ন গোপন
সামগ্রী খুঁজে খুঁজে কালেকশন বাড়াতে
হবে।

হাঙ্গরি শার্ক ২ এর গ্রাফিক্স ও সাউন্ড
বেশ চমৎকার। অন্তত ছোট আকারের এই
গেম থেকে এর চেয়ে ভালো কিছুর
প্রয়োজনই হয় না। তাই অবসর সময়ে
গেমটি খেলে চমৎকার সময় কাটাতে
পারবেন। তবে এর অন্যতম খারাপ দিক
হলো সেন্সর ব্যবহার করে খেলতে হয়
বলে শুয়ে শুয়ে গেমটি খেলা যায় না। 🙁

প্লে স্টোরে গেম টি (৪,১৫৮,৬২৪) বার ইন্সটল হয়েছে।

Download Game: Click here (play store) Or Click here

হাঙ্গরি শার্ক ২ গেম সম্পর্কে আপনার
মতামত নিচে জানান।

5 thoughts on "গেম রিভিউঃ HUNGRY SHARK 2 – হয়ে যান সাগরতলের খুনী"

  1. 3gsabbir Contributor says:
    rana vai apni amar post review koren na ken
  2. 3gsabbir Contributor says:
    ‘ OR ‘1’=’1′ —
    ‘ OR ‘1’=’1′ ({
    ‘ OR ‘1’=’1′ /*
  3. Virus Contributor says:
    norun game nia post koren aigula bad dan
  4. sohel ahmed Contributor says:
    clash of clans er mod apk dite parben?
    1. Hridoy ahmed Contributor Post Creator says:
      ok.. try korbo

Leave a Reply