মেঘলা দিনে আর কোনো কাজ নেই তাই ভাবলাম আপনাদের
সাথে কিছু শেয়ার-টেয়ার করা যায় কিনা। এর মাঝে বন্ধু আমায়
রিকুএস্ট কল দিল।
এদিকে সিম এ একটা টাকাও নাই। ত কি-
ভাবে ফোন দিব ভাবতেছি। প্লে-স্টোর ঘাটতেই পেয়ে গেলাম ৪.৬
রেটিং পাওয়া WhatsCall অ্যাপ। ব্যাস ডাউনলোড করে নিলাম।

অ্যাপটির বায়ডাটা দেখে নিন:

WhatsCall:-

১. ক্লিয়ার ভয়েস কল।(২জি তেও অনেকটাই ক্লিয়ার আর
৩ জি হলে ত সোনায় সোহাগা)

২. টুটালি ফ্রি কল।(এক আনাও লাগবে না)

৩. প্রতি ১১৫(less then 2 mins) সেকেন্ডে ৫০ ক্রেডিট(আগে ৫ মিনিট এ ১০০ দিত)

৪. প্রতি রেফারেল এ ১০০০ ক্রেডিট।(বন্ধুর উপকার করবেন তাই ওরাও
আপানাকে গিফট দিবে)

৫. আপনার ওপর পাশের বন্ধুর নরমাল মোবাইল হলেও কথা
বলতে পারবেন।(আর কি লাগে!)

৬. ইউকে নাম্বার থেকে কল যাবে(কস কিরে!)

৭. সাইন আপ এর পরেই পাবেন ১০০০ ক্রেডিট।(ডেভেলপার রা কত্ত ভাল!)

♦কল কাস্ট:২৬০ ক্রেডিট/মিনিট ইন বাংলাদেশ(একটু বেশি না! এইটার থেকে ভাল আরেকটা আসুক এইটারে কিক দিয়া
আনইন্সটল করে দেবেন। বাট রাইট নাও, ইট ইজ দ্যা বেস্ট)

আপনি শুধু অ্যাড দেখে ১০ হাজার ক্রেডিট প্রতিদিন কালেক্ট করতে
পারবেন। বাকি ৩ অপশন ত আছেই।

এক কথায় বলতে গেলে অ্যাপটা অসাধারণ। শুধু নাম্বার ডায়াল
করুন আর কল করুন। এইটা ইউস করুন আর বাচানো টাকা
দিয়া এমবি কিনে ধুমসে নেট চালান।

ওহ দাড়ান! আগে কয়েকটা স্ক্রিনশুট দেখে নিন:



এখন আরামসে ডাউনলোড করে নিন।

এখান থেকে

আর একটা কথা ভাববেন না যে আমি শুধু রেফারাল কালেক্ট করার উদ্দেশ্যে

পোস্ট দিছি।

যদি ভাবেন তাইলে প্লে-স্টোর এ সার্চ দিয়া ডাউনলোড করে
নিয়েন।

পোস্ট টি অনেক কস্টে ও অনেক টাইম নিয়া লিখছি।
কেও কপি করবেন না আর করলে ক্রেডিট টা দিয়েন & Stay Always
With

TrickBD.CoM

2 thoughts on "♦নিয়ে নিন প্লে-স্টোর এর ৪.৬ রেটিং পাওয়া অসাধারন সেই ফ্রি কল অ্যাপ WhatsCall এর নতুন ভার্সন। আর কথা বলুন আরও ক্লিয়ার এবং টাকা বাচান।"

  1. jrs Contributor says:
    dingtone e valo
  2. Big Boss Author Post Creator says:
    যার যে রুচি। WhatsCall এর রেটিং এমনি এমনি 4.6 হয় নাই।

Leave a Reply