বিনা মূল্যে ১৫ গিগাবাইট ইন্টারনেট
ডেটাসহ ৩ হাজার ৬৯০ টাকায়
সিম্ফনি ব্র্যান্ডের একটি স্মার্টফোন
বাজারে এনেছে মুঠোফোন অপারেটর
বাংলালিংক। আজ মঙ্গলবার
বাংলালিংকের পাঠানো এক
সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো
হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই
স্মার্টফোনটি সারা দেশে
বাংলালিংকের সব গ্রাহকসেবা
কেন্দ্র ও সিম্ফনির বিক্রয়কেন্দ্রে
পাওয়া যাবে। বাংলালিংকের
প্রিপেইড ও পোস্টপেইড সব গ্রাহকই এই
স্মার্টফোন ব্যবহার করতে পারবেন।
স্মার্টফোনটি কেনার পর প্রতি মাসে
৫ জিবি করে তিন মাসে ১৫ জিবি
ইন্টারনেট ডেটা পাবেন গ্রাহক।
.
গ্রাহকেরা তাঁদের কেনা
স্মার্টফোনটি থেকে মুঠোফোনে
‘ভি ৩২’ লিখে ৪৩২১ নম্বরে পাঠালে এ
সুবিধা পাবেন।
.
স্মার্টফোনটিতে রয়েছে
.
★★১ দশমিক ৩ গিগাহার্টজ
কোয়ার্ড কোর প্রোসেসর,
.
★★অ্যান্ড্রয়েড ৫ দশমিক ১ অপারেটিং সিস্টেম।
.
★★এই হ্যান্ডসেটের সামনে ও পেছনে
রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা,
.
★★৫১২ মেগাবাইট র্যাম,
.
★★৪ জিবি অভ্যন্তরীণ মেমোরি আছে,
.
★★এটা ৩২জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
.
বাংলালিংকের হেড অব ডিভাইস
শাহরিয়ার আহমেদ বলেন, যেসব গ্রাহক
প্রতিদিনের ব্যবহারের চাহিদা পূরণ
করতে একটি মানসম্পন্ন স্মার্টফোন
খুঁজছেন, তাঁদের সেই চাহিদা পূরণে
সক্ষম হবে এই ফোনটি।

ধন্যবাদ


তথ্য প্রযুক্তি সেবায়, আপনাদের পাশে।

…♦ ♦…(ফেসবুকে আমি)..♦…♦.

)..

One thought on "বাংলালিংক-সিম্ফনির স্মার্টফোন ৩৬৯০ টাকায়"

  1. Tajik Ahsan Author Post Creator says:
    চুপ করো, সব পোস্টে যাইয়া বেয়াদপি করো কেন, বেয়াদপ কোথাকার,
    টেকনিকাল পোস্ট সবাই করে, টেকনিকাল নিউজ দিতে কোন নিষেধ নাই,
    এরপর এসব কথা বললে মেইন এডমিনের কাছে বিচার দিবো,

Leave a Reply