টুইটারে সাধারণত সেলেব্রিটি বা কোনও সংস্থার আসল একাউন্ট ভেরিফায়েড চিহ্ন করা হয়৷ এবার শুধু সেলেব্রিটি নয়, যে কোনও টুইটার ইউজারের পেজই
ভেরিফায়েড হবে৷অর্থাৎ চাইলে আপনার নামের পাশেও নীল টিক চিহ্ন দেখাবে 😀
এখন কিভাবে টুইটার প্রোফাইলটিকে ভেরিফায়েড করবেন তা বলছি।একটা অনলাইন ফর্ম পূরণ করতে হবে আপনাকে৷ কোম্পানির নিজস্ব সাপোর্ট পেজ-এ এখানে গিয়ে ফর্মটি পূরণ করতে হবে৷ ফর্ম পূরণের সময় ইউজারের ভেরিফায়েড ফোন নম্বর ও ইমেইল আইডি লাগবে৷ এছাড়াও লাগবে ইউজারের ছবি ও একটি সরকারি পরিচয়পত্র, যেখানে জন্ম তারিখ উল্লেখ থাকবে৷
আপনার একাউন্ট ভেরিফায়েড করা হল কি না, তা ইমেইলের মাধ্যমে যাবে৷ যদি কোম্পানি প্রথমবার পেজ ভেরিফাই না করে, তাহলে সংস্থার মেইল পাওয়ার ৩০ দিনের মধ্যে আবারও একইভাবে আবেদন জানাত পারবেন৷
😀
9 thoughts on "খুব সহজেই Tiwtter আইডি Verified করুন"