সময়ের সঙ্গে সঙ্গে প্রতিনিয়ত
আপগ্রেড হচ্ছে প্রযুক্তি। সেটা
হার্ডওয়্যারই হোক আর সফটওয়্যারই
হোক। এর ফলে বছর ঘুরতে না
ঘুরতেই পুরনো হয়ে যায় গ্যাজেট।
মাইক্রোসফট-এর স্কাইপর নতুন
পরিবর্তনে বেশ কিছু পুরনো
ভার্সনের অ্যানড্রয়েড এবং
উইন্ডোজ ফোন থেকে আর স্কাইপ
ব্যবহার করা যাবে না। এই পুরনো
ভার্সনগুলি আর স্কাইপ সাপোর্ট
করবে না।
.
সম্প্রতি একটি ব্লগপোস্টে স্কাইপ
চিফ গুরদীপ পাল জানিয়েছেন, যে
পিটুপি থেকে ক্লাউড ভার্সনে
স্কাইপ-র ট্রানজিশন এখনও সম্পূর্ণ
হয়নি। কিন্তু সেই প্রক্রিয়া শেষ
হলেই আর পুরনো ভার্সনের
স্মার্টগুলি থেকে করা যাবে না
স্কাইপ।
স্কাইপর লেটেস্ট ভার্সন ৬.২ বা
তার পরবর্তী ভার্সনগুলি ফোনে
ব্যবহার করতে হলে অ্যানড্রয়েড
৪.০.৩ ভার্সন থাকতে হবে।
.
তবে
যাঁদের ফোনে রয়েছে
অ্যানড্রয়েড ২.৩ ভার্সন, তারা অবশ্য
স্কাইপ ৪ ভার্সন ব্যবহার করতে
পারবেন। বিভিন্ন অপারেটিং
সিস্টেমের কোন কোন ভার্সনে
করা যাবে স্কাইপ তার সম্পূর্ণ
তালিকা পাওয়া যাবে কোম্পানির
সাপোর্ট সাইটে। এর মধ্যে রয়েছে
উইন্ডোজ ৭, উইন্ডোজ ৮, উইন্ডোজ
এক্সপি, উইন্ডোজ ভিস্তা, ম্যাকের
ইয়োসেমাইট, আইওএস ৮ এবং
অ্যানড্রয়েড ৪.০৩ অপারেটিং
সিস্টেম।

ধন্যবাদ


তথ্য প্রযুক্তি সেবায়, আপনাদের পাশে।

…♦ ♦…(ফেসবুকে আমি)..♦…♦.

Leave a Reply