বাংলাদেশের বিভিন্ন ব্যবসা- প্রতিষ্ঠ ান যেকোনো পণ্য বা
সেবা কেনার সময় আমাদের থেকে ভ্যাট (TAX) আদায় করে থাকে। একজন সচেতন নাগরিক হিসেবে এই ভ্যাট সরকারি কোষাগার পর্যন্ত যাচ্ছে কি না তা আমাদের যাচাই করা উচিত। ভ্যাট রেজিস্ট্রেশন Checker-
অ্যাপটির মাধ্যমে যখন কোন ব্যবসা- প্রতিষ্ঠান আপনাকে
বিলের রশিদ সরবরাহ করে তখন সেখানে উল্লেখিত ভ্যাট রেজিস্ট্রেশন নম্বর ঠিক আছে কিনা তা যাচাই করতে পারবেন। এই অ্যাপটি সরকারি ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করে তৈরি করা হয়েছে।
তাই অ্যাপটির ফলাফল যথেষ্ট নির্ভরযোগ্য।

প্লে স্টোর লিংক : Click Here

2 thoughts on "আমাদের দেয়া TAX সরকারের কাছে আসলেই যাচ্ছে কিনা তা জানুন Android App এর সাহায্যে।"

Leave a Reply