ইউজারদের সংখ্যা বাড়াতে নতুন
আরেক পদক্ষেপ নিতে পারে
টুইটার। শুধুমাত্র আইফোন
ইউজারদের জন্য বিশেষ ‘নাইট
মোড’ আনতে পারে এই সংস্থা।
চলতি বছর জুলাইয়ে টুইটার তাদের
অ্যান্ড্রয়েড অ্যাপ আপডেট করে
আর সেই সঙ্গে অ্যাপটিতে
রাতের বেলা ব্যবহারের
সুবিধার্থে একটি ‘ডার্ক-থিমড’
মোড চালু করার কথা জানায়।

.
.

রাতের বেলা দেখতে কিছুটা
সুবিধা দেয়ার জন্য এই মোড
আনার ব্যবস্থা করা হচ্ছে। এই মোড
এখনো শুধু বেটা ইউজারদের জন্য।
এই ফিচারটি অ্যাপটির মেইন
মেনু-তে পাওয়া যায়। এই মেনুতে
ইউজাররা ফিচারটি চালু বা বন্ধ
করতে পারবে।
ব্লু রঙে আনা আইওএস সংস্করণের
নাইট মোডও অ্যান্ড্রয়েড-এর
সঙ্গে সাদৃশ্যপূর্ণ।

.
.

নাইটমোড অ্যাপটি আরও ডার্ক
রঙে নিয়ে আসে যার ফলে
দেখতে আর সুবিধা হয়। টুইটবট আর
অন্যান্য থার্ড-পার্টি টুইটার
ইউজারদের ব্যবহৃত এমন ফিচারের
সঙ্গে এর মিল রয়েছে। দিনের
নির্দিষ্ট সময় অনুযায়ী
অটোম্যাটিকভাবে নাইট মোড
চালু বা বন্ধ করার কোনো সুযোগ
রাখা হয়নি।
এমনকি ফোনের ডিসপ্লে’র
উজ্জলতার উপর নির্ভর করেও এটি
বদলাবে না। এটি পুরোপুরি
ম্যানুয়াল পদ্ধতিতেই ইউজারকে
চালু বা বন্ধ করতে হবে। ঠিক কবে
এই অ্যাপটি সর্বসাধারণের জন্য
নিয়ে আসা হবে তা এখনও পর্যন্ত
জানা যায়নি।


ধন্যবাদ

ফেসবুকে আমি

তথ্য প্রযুক্তি সেবায় আপনাদের পাশে

8 thoughts on "টুইটারে আসছে নাইট মোড!"

  1. Normal Coz Contributor says:
    hi Tajik Ahsan kmn asen vy
    1. Avatar photo Tajik Ahsan Author Post Creator says:
      vlo…u?
  2. Normal Coz Contributor says:
    ভাল।বাট আমাকে কা করলে Auther হওয়া যাবে।।।
  3. Avatar photo Mahmud Subscriber says:
    vai টুইটার না করে যদি ফেসবুক নাইট মোড করত
  4. Avatar photo মাহমুদ Subscriber says:
    bro টুইটার না করে যদি ফেসবুক নাইট
    মোড করত
    1. Avatar photo Tajik Ahsan Author Post Creator says:
      hmm…tahole onk vlo hoito
  5. Avatar photo rrana5491 Contributor says:
    [Rana Vai] রানা ভাই আমি ভালো কয়েকটি post করেছি। আমার post গুলো published করেন।পোস্ট publish করলে আরো ভাল post করতে পারব।আশা করি post published করে আমাকে আরো ভালো post করার সুযোগ দিবেন।Thanks Brother.
  6. Avatar photo GM Shohagh Hasan Contributor says:
    একটা টিউনার আইডি দরকার আছে কারও?

Leave a Reply