বিশ্বব্যাপী ৬৫ কোটি মানুষ ফেইসবুক ইভেন্টস ফিচার ব্যবহার করে। প্রতিদিন গড়ে এই ব্যবহারকারীর সংখ্যা ১০ কোটি। ফিচারটি ব্যক্তিগত ক্যালেন্ডার হিসেবেও কাজ করে।
আর তাই আশেপাশে কি ঘটতে যাচ্ছে কিংবা আপনার দৈনন্দিন কার্যাবলীকে স্মরণে রাখতে ফেইসবুক একটি বিশেষ অ্যাপ এনেছে। ‘ইভেন্টস’ নামের এই অ্যাপে সহজেই ঘটনাগুলো সহজে ব্রাউজ ও সার্চ করা যাবে।
শুধু তাই নয়, আপনারে ফোনের ক্যালেন্ডারের তথ্যও এই অ্যাপে সিনক্রোনাইজেশনের সুবিধা থাকায় কোনও অনুষ্ঠান বা মিটিং মিস হবে না। জানতে পারবেন কখন আপনার কি কাজ বা কখন আপনি ফ্রি আছেন!
প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের আইওএস ব্যবহারকারীরা এই অ্যাপটি ব্যবহার করতে পারছেন। শিগগিরই অ্যান্ড্রয়েড অ্যাপসহ বিশ্বের অন্যান্য দেশেও অ্যাপটি চালু করা হবে।