আসসালামু আলাইকুম!

আজকের পর্বে আলোচনা করবো একটা গুরুত্বপূর্ণ tools নাম dextools!

dextools মুলত ব্যবহার করা হয় নিয়মিত launch হওয়া নতুন token গুলোর analysis করার জন্য।
এগুলো এখনো exchange পর্যন্ত আসে নাই বা listing হয় নাই।

dex বলতে বোঝায় এমন সব exchange যেগুলো decentralized এবং লেনদেন করতে কোন kyc,email,number কিছু লাগে না

যেমন uniswap,quickswap এসব

প্রতিনিয়ত বিভিন্ন নতুন coin/token launch হয়

সেসব coin search করে
coinmarketcap এ পাওয়া যায় না

তবে dextools আসলে পাওয়া যায়।

এখানে অনেক সুবিধা আছে

এটা intermediate একটা tools

যারা একটু অভিজ্ঞ তাদের জন্য

এটায় price থেকে শুরু করে মোটামুটি সব details দেখা যায়

৫০ এর অধিক মোটামুটি সব chain এ যেকোন token দেখতে পাবেন

এখানে contract address বা token এর নাম search দিলেই চলে আসে

প্রথমে এই লিংক দিয়ে site এ প্রবেশ করুন

এখানে আপনি বিভিন্ন রকম token দেখতে পাবেন

যেগুলো আজকে সর্বোচ্চ gainer

ভুলেও এগুলোতে invest করবেন না।

আমাদের লক্ষ্য কম
market cap এর token খুজে বের করা

এখানে যেসব দেখছেন সেসব already profit হয়ে গেছে

low market cap বলতে যেসব coin এখনো তেমন viral না।
100k-5m এর ভিতর marketcap

আর সামনে ভালো potential আছে এরকম কিছু project খুজে বের করতে হবে

একটা option হলো live new pairs

 

এখানে অনেক নতুন বিভিন্ন token পাওয়া যায়

এগুলোতে invest না করাই ভালো

এখানে প্রচুর option থাকলেও আমরা মুলত এই tools ব্যবহার করবো undervalued এবং অনেক কম marketcap এর token খুজে বের করার জন্য

সেজন্য আপনাকে একটা custom filters ব্যবহার করতে হবে

সেখানে marketcap,volume,chain সবকিছু দিয়ে filter করে নিতে পারবেন

এভাবে করলে আপনি daily gainer option এ যেরকম প্রচুর pump দেখায়

এতে distract হবেন না

একটা option হলো multichart এখানে আপনি চাইলে ১০ টা পর্যন্ত আলাদা আলাদা token এর চার্ট দেখতে পারবেন

তুলনা করার জন্য।

এই tools ব্যবহার করার জন্য কিছু tips

:

১)এখানে top gainer এ থাকা token এ invest করবেন না৷

২) custom filter এ গিয়ে  liquidity 100k থেকে 200k দিবেন ।

কম liquidity থাকা token swap হয় না।

৩) buy-sell tax কম এমন token select করবেন।

যদি দেখেন বেশি tax তাহলে developer লোভী skip fast .

৪) marketcap 100k-5m দিবেন।

আপনার যেমন পছন্দ।

একটু lower class exchange যেমন lbank,mexc,coinex এরা নিয়মিত ছোট ছোট coin list করে সুতরাং আপনার টাও list হতে পারে।

৫) dextscore যত বেশি তত ভালো token!

৬) বর্তমানে ai,depin,privacy এসব hot trending এ আছে এখানে সুযোগ খুজতে পারেন।

৭) ২৪ ঘন্টার মধ্য create হওয়া এমন token skip করবেন।

প্রতিদিন হাজারো token launch হচ্ছে।

এগুলো খুব তাড়াতাড়ি scam করে।

বেশিদিন ধরে আছে 1w-1m এরকম select করবেন।

একটু dip এ কিনতে হবে।

পরিশেষে কথা।

এরকম ছোট marketcap token এ invest করা high risk high reward game!

আপনি যদি কোন সেরা একটা token 100k-500k থেকেই pick করতে পারেন।

সেটা যদি বড় exchange পর্যন্ত যায় তাহলে অনায়াসে 2x-10x gain হবে।

আবার shitcoin বা random কোন scam token এ invest করলে wallet 0 হয়ে যেতে পারে।

shitcoin আর utility coin

দুটো ভিন্ন জিনিস

shitcoin যেকোন ঘটনা বা meme এর উপর ভিত্তি করে যেকেউ launch করে ফেলতে পারে সাময়িক একটা pump হয় এরপর  developer সবার উপর dump করে।

বা trend শেষ হয়ে গেলে দাম অনেক কমে যায়।

এজন্য উদাহরণস্বরূপ আপনি top loser দেখতে পারেন।

আর utility coin হলো যেসব coin/token এর use আছে।

যেমন একটা coin যেটা দিয়ে পেমেন্ট হিসেবে নির্দিষ্ট product এর জন্য ব্যবহার হবে।

বা একটা software চালাতে ঐ token credit হিসেবে ব্যবহার হবে।

এসব token শুরুতে marketcap অনেক কম থাকে।

তবে আস্তে আস্তে team ঐ token এর জন্য নতুন product বানায় বা feature তৈরী করে।

অথবা কোন বড় company এর সাথে partnership করে।

এভাবেই তখন সেই token অনেক pump করে।

বিভিন্ন exchange list করা শুরু করে।

এবং সেটা sustainable।

আমি আপনাকে সবসময় Utility coin এ invest করার পরামর্শ দিবো।

আর অবশ্যই daily gainer 1000%-5000% দেখে fomo তে পরবেন না।

Low cap utility coin

পাওয়ার জন্য আপনাকে  ai,depin,privacy এসব খুজতে হবে।

এগুলো বর্তমানে trending এ আছে।

আজকে এ পর্যন্তই!

আশাকরি নতুন কিছু শিখতে পেরেছেন!

আগামী পর্বগুলোতে অন্য কোন tools এর review নিয়ে হাজির হবো।

ধন্যবাদ!




Join করুন আমার telegram channel!

 

Leave a Reply