সবার আগে আপনার
যা লাগবে তা হচ্ছে একটা গুগল
একাউণ্ট। বা Gmail একাউণ্ট।

একাউন্ট থাকলে ভালো,
না থাকলে একটা খুলে নিতে পারে।

এরপর

এখা‌নে স্লিক করুন

লিঙ্কে গিয়ে লগিন করুন। আগে গুগল
একাউন্টে লগিন করা থাকলে আর
লগিন করতে হবে না।

সরাসরি পেইজে নিয়ে যাবেঃ

এখানে Agreement এ ক্লিক করে Continue to
Payment এ ক্লিক করলে পরের
পেইজে নিয়ে যাবে।

এরপর আপনি একটা পপ আপ পাবেন। Start
Now তে ক্লিক করুন।

আরেকটা পেইজ খুলবে বা একই
ট্যাবে একটা ফরম পাবেন। এখানেই
আপনি কার্ড ইনফরমেশন গুলো যুক্ত
করতে হবেঃ

আপনি গুগল ওয়ালেটের মাধ্যমে ২৫
ডলার পে করার জন্য বলবে। তার জন্য
গুগল ওয়ালেটে একটা কার্ড যুক্ত
করতে হবে।

যে কোন কার্ড হলেই হবে,
মাস্টারকার্ড, ভিসা কার্ড,

অ্যামেরিকান এক্সপ্রেস ইত্যাদি।
কারো যদি পেওনিয়ার মাস্টার
কার্ড থাকে, তা দিয়েও কাজ হবে।
নিজের কার্ড থাকতে হবে, এমন ও না।
অন্য পরিচিত কারো কার্ড ও ব্যবহার
করা যাবে।

বিদ্রঃ বাংলাদেশ থেকে ইস্যু কৃত
হলে সাধারনত কার্ড
দিয়ে ইন্টারনেটে পেমেন্ট
অপশনটি বন্ধ থাকে।
তা ব্যাংকে যোগাযোগ করে কয়েক
দিনের জন্য ইন্টারনেটে পেমেন্ট
দেওয়ার জন্য ওপেন করা যায়।

কার্ড নাম্বার, কার্ডের মেয়াদ
উত্তির্ণ তারিখ এবং ৩/৪ ডিজিটের
কোড। এগুলো দেওয়ার পরAccept and
Continue করলে আপনাকে গুগল
প্লে ডেভেলপার
কনসোলে নিয়ে যাবে।
যেখানে আপনি অ্যাপ আপলোড
করতে পারবেন। আপনার
কার্ডে মিনিমাম ২৮ ডলার
থাকতে হবে। গুগল ওয়ালেট একাউণ্ট
খোলার সময় কার্ড ভেরিফিকেশনের
জন্য ছোট ছোট দুইটা এমাউন্ট
কেটে নেয় গুগল। পরে যে গুলো আবার
আপনার কার্ডে পাঠিয়ে দেওয়া হয়।
পেমেন্ট কনফারমেশন এর জন্য ২৪
ঘন্টা সময় নেয়। যদিও আপনি পেমেন্ট
করার পর পরই গুগল প্লে স্টোর

ডেভেলপার কনসোলে অ্যাপ আপলোড
করা শুরু করতে পারবেন।
.
এখানেAdd New Applicationএ ক্লিক
করে নতুন অ্যাপ আপলোড
করতে পারবেন। Add New Application এ
ক্লিক করলে একটা পপ আপ ওপেন হবে।
নিচের মতঃ

অ্যাপ এর Title / Name দিয়ে Upload APK
তে ক্লিক করলে আপনার এক্সপোর্ট
করা APK ফাইলটি আপলোড
করতে পারবেন। বা Prepare Store Listing এ
ক্লিক করে অ্যাপ এর বিভিন্ন তথ্য
আগে সেভ করে রাখতে পারবে। সকল
তথ্য ঠিক মত দেওয়া হলে ডান কোনায়
লেখা উঠবেReady To Publish,
এখানে কিক্ল করলেই কাজ শেষ।

এ রকম আরও টিপস পে‌তে আমার সাইট থে‌কে একবার ঘু‌রে আস‌বেন সৌজন্য আমার সাইট।

24 thoughts on "দে‌খে‌নিন প্লে স্টোরে নিজের এপস যেভা‌বে সাবমিট করবেন ।"

    1. SHAKIL HOSSAIN Contributor Post Creator says:
      tnx bro
    1. SHAKIL HOSSAIN Contributor Post Creator says:
      tnx
  1. Net Boy Amir Subscriber says:
    Bro,,, screenshote dile aro valo hoto….
    1. SHAKIL HOSSAIN Contributor Post Creator says:
      vaiya time ektu kom silo er jonno srry!!
  2. Nur Md Nirob Contributor says:
    ওহহ৷খূব ভাই ভাই৷ একরম পষ্ট অনৈক দিন ধরে খুজছিলম৷৷বাট মাস্টার র্ড কই পাব?
  3. Trickbd .Com Contributor says:
    schoontshort dile balo hoito
  4. Nirjon99 Contributor says:
    Corom…onk valo
  5. SHAKIL HOSSAIN Contributor Post Creator says:
    tnx
  6. Azim Ahmed Contributor says:
    Bhaiaaaa tnq u so much.???
    1. SHAKIL HOSSAIN Contributor Post Creator says:
      wlc
  7. Raihan Contributor says:
    Vai Ami twrp recovery install korci,akon amr play store a kaj kortecena,
    akon kivabe ki korbo.
    plz help plz
    1. Azim Ahmed Contributor says:
      Play store updates gula uninstall din..na hole play store clear data diye dhukun ..ar kichui nahole reset marun phn..??
  8. Raihan Contributor says:
    phone reset dile ki recovery nosto hoye jabe..
    1. SHAKIL HOSSAIN Contributor Post Creator says:
      hmm
  9. SKSujan Contributor says:
    ভাই কেও ঐলিংকে ক্লিক করবেন না আপনার জিমেইল হ্যাক হতে পারে
    ট্রিকবিডিতে কি হ্যাকার নামলো নাকি
    যেকোন লিংকে গিয়ে আপনার জিমেইল অথবা ফেসবুক লগিন করার চেষ্টা করবেন না। কারন কিছু অসৎ লোক আপনার আইডি হ্যাক করার জন্য ফাদ পেতে রেখেছে
    সাবধান সাবধান
    FB.com/sksujan420
    1. তুহিন Contributor says:
      আবার একটা । । ।
    2. Nur Md Nirob Contributor says:
      হাবলু একটা!
  10. SHAKIL HOSSAIN Contributor Post Creator says:
    vai spam kortasen ka egula real post
  11. absiddik Contributor says:
    need , author for ictunesbd.com

Leave a Reply