আসসালামু ওয়ালাইকুম।
কেমন আছেন প্রিয়ো ট্রিকবিডি বন্ধুরা!
আশা করি ভালোয় আছেন।

আপনারা যারা Wapka তে কাজ করেন,
তাদের সবার জন্য খারাপ লাগার বিষয় হলো,
wapka Add যা প্রত্যেক টি সাইটের নিছে অটো
এসে পরে,আর তা যোদি রিমুভ করার চেষ্টা করা হয়,
তবে wapka থেকে সাইট ব্লক করে দেওয়া হয়।
এই সব এড এর জন্য নষ্ট হয় সাইটের রূপ ও ভিসিটর।

আজ আপনাদের দেখাবো কি করে ব্লক না হয়েও
wapka এর এই জন্ত্রণা দায়ক এডকে তারাবেন।
এর আগেও আপনারা এমন পোষ্ট হয়তো পেয়েছেন,
তবে সেগুলো এখন কাজ করে না।
এবং আমার ট্রিক ১০০% কাজ করে,
এছাড়াও এটি এডমিন মোডেও কাজ করবে,
কোন ধরনের সাইট ম্যানেজিং এ সমস্যা ছাড়ায়।
চলুন ছোট্ট একটি কোড এর মাধ্যমে তারিয়ে দেয়
এই শয়তান এড কে।

প্রহমে Wapka তে লগিন করে

আপনি যে সাইটের এড তারাতে চান সেটাই

ম্যানেজ এ গিয়ে Admin Mode এ প্রবেশ করুন।
এখন সবার নিচে Edit Site এর পাশে
{>>}
এই প্রতিকটিতে ক্লিক করুন।

এখন এখানের বক্সে {-2} লিখে Jump এ ক্লিক করুন।

এখন আপনি চলে এসেছেন আপনার সাইটের ফোটার পেয়জে।
এখান থেকে Edit Site এ ক্লিক করুন।

এখন এখানে অনেক গুলো প্রগ্রাম থেকে
– WML/XHTML code এ ক্লিক করুন।

এখন এখানে কোড দেওয়ার বক্স এ নিচের
কোড টি কপি করে নিয়ে পেষ্ট করুন।

কোড টি এখানে ক্লিক করে কপি করে নিন।

(ক্লিক করার পর কোড টি দেখতে পাবেন
এখন Quote লিখাতে ক্লিক করে কোড টি
কপি করে নিন।)

আপনার সাইটে পেষ্ট করার পর কোড থেকে
[*quote=admin] এবং [*/quote]
এই দুটো অংশ কেটে দিন।

আমি খুবই দুক্ষিত!অনেক চেষ্টা করেও এখানে
কোড দিতে পারলাম না,দিলে কোড বক্স আসে না।

কোড Submit করার সময় অবশ্যই

Place WML code in front of: –at the EnD
করে দিবে।না হলে সমস্যা হবে।
নিচের ছবিতে দেখুন।

কাজ শেষ।

আশা করি বুঝতে কোন অসুবিধা হয় নি।
নতুনদের জন্য পোষ্ট টি সম্পুরন উপযোগী করার
চেষ্টা করেছি।আশা করি তা করতে পেরেছি।

আপনার Site এ কোন সমস্যা হলে বা
আপনার সাইটের জন্য {com,net,in,tk} সহো
যে কোন ধরনের ডোমেইন নিতে বা নিজের জন্য সুন্দর
সাইট করতে আমার সাথে যোগাযোগ করুন।

ধন্যবাদ।

7 thoughts on "Wapka সাইটের নিচের যন্ত্রণাদায়ক শয়তান এড কে তাড়িয়ে দিন,আর সাইটকে করে তুলোন আরো সুন্দর আকর্ষণীয় এবং নিয়ে নিন অধিক ভিজিটর।100% Working Trick"

  1. Fh Contributor says:
    নাইচ
  2. nc ..but wapka passport emni te block kore dicche abar…add remove korle ip soho block kore dibe…
  3. রনি খান Contributor Post Creator says:
    ব্লক হবে না।
  4. রনি খান Contributor Post Creator says:
    welcome

Leave a Reply