জাতীয় দলে নতুন ফিজিও যোগ দেওয়ার
পরই মুস্তাফিজুর রহমানকে নিয়ে নতুন
একটি সংশয় তৈরি হয়েছিল। ইংলিশ
ফিজিও ডিন কনওয়ে তখন বলেছিলেন,
ম্যাচ খেলার মতো ফিট হতে এই বাঁ-
হাতি পেসারের সময় লেগে যেতে
পারে জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত।
তাই সবাই ধরেই নিয়েছিলেন
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে
কাটার-মাস্টারের খেলা নাও হতে

পারে। অবশ্য আজ বোরবার সেই
মুস্তাফিজকে নিয়েই একটি আশার কথা
শোনা গেছে। নিউজিল্যান্ড
সিরিজের আগেই নাকি পুরোপুরি ফিট
হয়ে উঠবেন তিনি। বিসিবির
চিকিৎসক দেবাশীষ চৌধুরীর বিশ্বাস,
মুস্তাফিজ ম্যাচ খেলার মতো ফিট
হয়ে উঠছেন। এ সম্পর্কে তিনি বলেন,
‘আজ অনুশীলনে মুস্তাফিজকে দেখে
৮০-৯০ ভাগ ফিট মনে হয়েছে। আমরা
এটাকে শতভাগ ফিট বলেই ধরে
নিয়েছি। এটা আমাদের জন্য খুবই
আশার কথা। আর কিছুদিন সময় আছে। এর
মধ্যে বাকি সমস্যাও ঠিক হয়ে যাবে
বলে আমরা আশাবাদী। আশা করছি
পরবর্তী সিরিজে সে খেলতেও পারে।
অবশ্য তা বিবেচনা করবে টিম
ম্যানেজমেন্ট। Plz visit my site
AGUNBD.COM

3 thoughts on "শতভাগ ফিট মুস্তাফিজ, যাচ্ছেন নিউজিল্যান্ডে"

  1. AMBITIOUS Contributor says:
    Asa kore mostafij ar ager khalte parbe
    1. AMBITIOUS Contributor says:
      hmm

Leave a Reply