আসসালামুয়ালাইকুম

আজকে দেখাবো Android এর বাংলা লেখার সবচেয়ে ভালো কী-বোর্ড যা বেশিরভাগ মানুষই ব্যবহার করে। যদিও এখন গুগলের নিজস্ব কি-বোর্ডের (GBoard) কারনে বাংলা লেখার সত্যিকারের/শ্রেষ্ঠ কী-বোর্ড দিন দিন তার জনপ্রিয়তা হারাচ্ছে। বাংলা লেখা বাদেও Ridmik Keyboard এ অনেক বাড়তি ফিচার আছে যা আপনি অন্য কোনো কী-বোর্ডের পাবেননা।

বিশেষভাবে উল্লেখযোগ্য কিছু ফিচার

Clipboard History – আপনার সকল কপি/কাট করার হিস্টরি রাখবে + একসাথে কয়েকটা একবারে কপি করেও পেস্ট করা যায় এর মাধ্যমে  🔥

অভ্র – ইংরেজি বর্ন দিয়ে বাংলা লেখা

Emoji – বাড়তি ইমুজি বাদ দিয়ে কাজের সব ইমুজি আছে

Voice Typing – বাংলা ভয়েস টাইপিং 🔥

Keyboard Design: কী-বোর্ডের অসাধারন সব ডিজাইন আছে যেমন বাংলাদেশ ও বিভিন্ন উৎসবের  🔥🔥

এই অ্যাপ এর ২ টা এডিশন আছে – একটা হলো নরমাল কী-বোর্ড আর আরেকটা হলো ক্ল্যাসিক ভার্সন বা লাইট ভার্সন।

নরমাল/অরিজিনাল/মূল ভার্সনে সকল ধরনের ফিচার আছে।

আর অন্যদিকে শুধু মূল ফিচারগুলো নিয়ে তৈরি হয়েছে ক্লাস্যিক ভার্সন যাকে বলা যায় মুল কী-বোর্ডের লাইট ভার্সন, মূলত যাদের ফোনে র‍্যাম অনেক কম এবং ল্যাগ দেয় তাদের জন্যই তৈরি

 

 

তাই, যদি অরিজিনাল (এড আসবে) ব্যবহার করতে চান, শুরুতে প্লে-স্টোর থেকে অরিজিনাল অ্যাপটা ডাওনলোড করে নিতে হবে

আর মোড ভার্সন চাইলে নিচে আছে (২ টাই আমার নিজের করা, ১০০% সেফ)

শুরুতে যেভাবে সেটাপ দিবেন (একদম সহজ, যারা বুঝেন  না দেখলেও চলবে)

১। ইন্সটল হলে ওপেন করবেন

২। সেটিংস থেকে এনাবল করে দিবেন

৩। ডিফল্ট  কী-বোর্ড হিসেবে সিলেক্ট করে দিবেন, থ্যাটস ইট

নোটঃ অ্যাপ থেকে যেভাবে চাইবে সেভাবে করলেই হলো আরকি। লাস্টে ৩ টা অপশান অভ্র, প্রভাত, ইংলিশ সিলেক্ট থাকবে, ইচ্ছামত কোনোটা বাদ রাখতে/দিতে পারেন।

 

মোড ভার্সন (Xtra Mod Version)

🔥 Full Mod Menu of Ridmik Keyboard:

◉ PREMIUM Unlocked
◉ DEBUG Codes REMOVED (Including .source tags)
◉ LOGGING Codes REMOVED
◉ Some Kotlin Invocations REMOVED
◉ Google AdMob Classes REMOVED
◉ Few remaining Ads Classes Disabled (as maximum classes are REMOVED Already)
◉ Advertising REMOVED Completely (Dex+MF) 🔥
◉ Unwanted + Locations + Ads Permissions Removed from Manifest
◉ Trackers/Analytics/Ads/Unnecessary Receivers + Providers + Services Completely from Manifest
◉ CLEANED Manifest
◉ GOOGLE Analytics & Crashlytics Disabled & REMOVED Completely 🔥
◉ Other GOOGLE Trackers & Analytics REMOVED Completely & DISABLED
◉ GOOGLE Billing Disabled (MF+Dex)
◉ IAB Open Measurement Trackers REMOVED Completely 🔥
◉ AppLovin Trackers REMOVED Completely Completely 🔥
◉ Facebook Trackers REMOVED Completely (Ads, Trackers, App Events, Analytics and Share Classes) 🔥
◉ Facebook Login also REMOVED
◉ InMobi Trackers REMOVED Completely (An Indian Tracker)
◉ Smatoo Trackers REMOVED Completely
◉ Trash Classes REMOVED including R and Build Classes
◉ No Active Trackers Remain 🔥
◉ Split APK Repacking Files REMOVED
◉ CLEANED Resources
◉ OPTIMIZED + ZIPALIGNED Package
◉ CLEANED + OPTIMIZED Graphics
◉ No Ultra Compression Applied
◉ DEX Classes Reduced by upto 55% 🔥
◉ DEX File Size Reduced by upto 42%
◉ Overall Package Size Reduced by upto 41%
◉ Auto Update Disabled

◉ DPIs: Default
◉ CPUs: Arm, Arm64
◉ Language: Bangla, English

রিদ্মিক কী-বোর্ডের লেটেস্ট ভার্সনটা  এবং পুরো ক্লাস্যিকটাই প্রথম আমিই মোড করলাম – প্রিমিয়াম আনলক, এড রিমুভ ও অন্যান্য বিভিন্ন বিদেশি কোম্পানির ট্র্যাকার/নজরধারী রিমুভ করা হয়েছে (Unexpected though)। সেই সাথে অরিজিনালের তুলনায় অনেক বেশি ফাস্ট করা হয়েছে।

DOWNLOAD

RIDMIK KEYBOARD

RIDMIK CLASSIC KEYBOARD

[একটি ছবি]

আমার টেলিগ্রাম চ্যানেলঃ

t.me/raiyanmods

আজকের মতো এই পর্যন্তই

গাযওয়াতুল হিন্দের জন্য প্রস্তুতি নিন, ফিলিস্তিনিদের জন্য দোয়া করুন

নতুন বাংলাদেশ বিনির্মানে সহযোগী হোন

বাংলাদেশ চিরজীবি হোক

আল্লাহ হাফেয।

Leave a Reply