আসসালামু আলাইকুম বন্ধুরা।

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন।
আগামিকাল ভোর ৪.০০ মিনিটে অনেক দিন পর একটা আন্তর্জাতিক ম্যাচ হবে নিউজিল্যান্ড এর সাথে অনেক অপেক্ষাই ছিলাম বাংলাদেশের খেলা দেখার জন্য অবশেষে আগামিকাল দেখতে পাব।

আপনি যদি খেলাটি দেখতে চান তাহলে এখানে ক্লিক করুন

★কে না জানে, ঘরের মাঠে নিউজিল্যান্ডকে হারানো আর এভারেস্ট জয় করা একই কথা। বাংলাদেশকে চাপে রাখতেই কিনা কিউই অধিনায়ক কথাটা আবার স্মরণ করিয়ে দিলেন।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে কেন উইলিয়ামসন বলেন, ‘ঘরের মাঠে আমাদের চেয়েও অনেক শক্তিশালী দলকে হারিয়েছি আমরা। বাংলাদেশ ভালো দল। তবে চেনা কন্ডিশনে আমরাই এগিয়ে থাকব।’

শক্তিমত্তায় বাংলাদেশের চেয়ে এগিয়ে নিউজিল্যান্ড। তবে টাইগারদের বিপক্ষে জয় পেতে আক্রমণাত্মক খেলারই ইঙ্গিত দিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক। ‘বাংলাদেশের মতো দলের বিপক্ষে জিততে হলে আপনাকে সেরাটাই দিতে হবে। তারা অনেক গোছালো দল। তাই আক্রমণাত্মক খেলাটাই চালিয়ে যাব আমরা, যাতে করে প্রতিপক্ষকে চাপে রাখা যায়।’

সোমবার ভোর চারটায় নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। সর্বশেষ ৯ ওয়ানডের ৭টিতেই নিউজিল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ। তবে শেষবারের দেখায় ২০১৫ বিশ্বকাপে বাংলাদেশকে ৩ উইকেটে হারিয়েছিল নিউজিল্যান্ড।

তাই ক্রাইস্টচার্চের হেগলি ওভালে প্রথম ওয়ানডের আগে নিশ্চিতভাবে কিউইদের চেয়ে এগিয়ে বাংলাদেশকে এগিয়ে রাখতে পারেন আপনি।

2 thoughts on "আবারো বাংলাওয়াশ করতে চাই নিউজিল্যান্ড কে [সাথে চাই শুধু আপনাদের সার্পোট]"

  1. kamranshakib Contributor says:
    New Mobile Recharge Apk
    Apk Name: -Vodi
    Referral Code: -KAMRUL01200
    .. Kaz holo Refer korano, Proti refer a 100 Point.
    275 point a 20 taka mobile Rechatge 6

Leave a Reply