এবার একটি বিশেষ পরিবর্তন
এসেছে এই গ্যালাক্সি জে
সিরিজের ফোনটিতে। এর
পেছনভাগে থাকবে একটি
আনুভূমিক ধাতব দাগাঙ্কিত মোটা
রেখা। এই মোটা দাগের মধ্যেই
থাকবে ক্যামেরা ও এলইডি
ফ্ল্যাশ। এ অংশে যুক্ত হতে পারে
একটি লাউডস্পিকারও। যদিও এটি
লাউডস্পিকারের জন্যে আদর্শ

স্থান নয়, তারপরেও ফোনটির আর
কোথায়ও কোন গ্রিল দেখতে
পাওয়া যায় না বলে এমন ধারণা
করা অবাস্তব নয়।
স্যামসাং গ্যালাক্সি জে ৭
(২০১৭) এর আকার হতে পারে এর
পূর্বসূরির মতো। তবে এর ৫.৫ ইঞ্চি
আকারের সুপার অ্যামোলেড
স্ক্রিনটির উন্নতি সাধনে এতে
যুক্ত হয়েছে ১০৮০ পিক্সেল
রেজ্যুলুশন। গুজবে অন্যান্য যে সব
বৈশিষ্ট্যের কথা শোনা গেছে
তা হলো, এতে থাকবে ১৩
পিক্সেলের প্রধান ক্যামেরা
এবং সেলফি ক্যামেরায় থাকবে
৫ মেগাপিক্সেল সেন্সর। এর
ব্যাটারিটি হবে ৩০০০
মিলিঅ্যাম্পিয়ারআওয়ার।

3 thoughts on "স্যামসাং গ্যালাক্সি জে ৭ (২০১৭) এর থ্রিডি ছবি ফাঁস!"

  1. Akharul Contributor says:
    Vi payza teke bikase kivabe taka nibo bolben pls.
  2. sumon8 Contributor says:
    bkash theke payza te dollar dhokanor upai ace?
  3. Nazmul Islam Author Post Creator says:
    vai poste likhle hoyto bujben na sob cheye valo hobe youtube search koren peye jaben na paile link diye dibo.

Leave a Reply