Be a Trainer! Share your knowledge.
Home » Uncategorized » AI দিয়ে যেকোন ভিডিওকে কার্টুনে রুপান্তিত করুন খুব সহজেই With Goenhance.AI

AI দিয়ে যেকোন ভিডিওকে কার্টুনে রুপান্তিত করুন খুব সহজেই With Goenhance.AI

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

প্রিয় ট্রিকবিডি বাসি কেমন আছেন সবাই ? আশা করি মহান আল্লাহ তা’আলার অশেষ রহমতে অনেক ভাল আছেন।আপনাদের দোয়া ও ভালবাসায় আমিও অনেক ভাল আছি।

আজকে আলোচনা করবো অসাধারণ একটি AI ওয়েবসাইট সম্পর্কে যার মাধ্যমে আপনি যেকোন ভিডিওকে কার্টুনে রুপান্তিত করতে পারবেন।

বর্তমান আমাদের দৈন্দিন জীবনে AI অনেক প্রভাব ফেলছে।AI যেমন আমাদের কাজকে নিখুত ভাবে করে দিচ্ছে সেই সাথে আমাদের সময়কেও বাচিয়ে দিচ্ছে।

আমি আপনাদের যে ওয়েবসাইট সম্পর্কে বলতে যাচ্ছি আপনি ঐ ওয়েবসাইট দিয়ে Cute Anime,2.5d,japan style carton, pixel style,origami style কার্টুন তৈরি করতে পারবেন।
কিভাবে কাজটি করবেন চলুন দেখে নেওয়া যাক।

প্রথমে এই লিংকে ক্লিক করুন GoEnhance.ai

ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর আপনার জিমেইল আইডি দিয়ে লগিন করে নিবেন।

এরপর Try Go Enhance For Free এই লেখাটিতে ক্লিক করবেন।

একটু নিচে স্ক্রল করার পর দেখতে পাবেন try video to animation এই লেখাতে ক্লিক করুন।

এরপর এই ওয়েবসাইটটিতে একটু ফিডব্যাক চাইবে আপনি আপনার মন মত রেটিং ও ফিডব্যাক দিয়ে দিবেন।

এরপর একটি বক্স দেখতে পাবেন যেখানে লেখা রয়েছে Drag & Drop Or Click To Upload ঐ বক্সে ক্লিক করে আপনার ভিডিওটি আপলোড করে দিন।সর্বোচ্চ ৫০ এম্বির ভিডিও আপলোড করতে পারবেন।

ভিডিও আপলোড করে দেওয়ার পর আপনি কেমন স্টাইলের কার্টুন তৈরি করতে চাইছেন তা সিলেক্ট করে দিন।

এরপর আপনার ভিডিও Duration মানে আপনি আপনার ভিডিও কত সেকেন্ড/মিনিটের করতে চাইছেন তা সিলেক্ট করে দিন।আমরা যেহেতু ফ্রি-তে এই ওয়েবসাইটটি ব্যাবহার করছি তাই সর্বোচ্চ ৫সেকেন্ডের ভিডিও তৈরি করতে পারবো।
আপনি যদি তাদের ওয়েবসাইটে নির্ধারিত টাকার মাধ্যমে সাবস্ক্রিপশন করে থাকেন তাহলে বড় সাইজের ভিডিও তৈরি করতে পারবেন ।

এরপর generate এ ক্লিক করে কিছুক্ষন সময় অপেক্ষা করুন।

দেখুন আমার ভিডিও তৈরি হয়ে গেছে এখন ডাউনলোড আইকনে ক্লিক করে ডাউনলোড করে নিবেন।

অরিজিনাল ভিডিও

কার্টুনে রুপান্তিত ভিডিও

এই ওয়েবসাইট দিয়ে খুব সহজেই যেকোন ভিডিও কার্টুনে রুপান্তিত করার জন্য এই ওয়েবসাইটটি আমার কাছে বেস্ট ওয়েবসাইট মনে হয়েছে তাই আপনাদের সাথে শেয়ার করেছি।আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।

পরিশেষে আর কথা না বাড়িয়ে আজ এইখানেই বিদায় নিচ্ছি আমি

সোহেল আরমান রাজু

আমার সাথে যেকোন প্রয়োজনে যোগাযোগ করতে পারবেন Facebook – Instagram – My Telegram Channel

পোস্টের কোন অংশে ভুলক্রটি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ।

সবাই ভাল থাকুন সুস্থ থাকুন ও নিয়মিতো ট্রিকবিডির সাথেই থাকুন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি,ধন্যবাদ

আল্লাহ হাফেজ

9 hours ago (Oct 31, 2024)

About Author (113)

Sohelarman4374
author

I am proud, because I am a Muslim And a community of Hazrat Muhammad (pub ) লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সাঃ)

Trickbd Official Telegram

One response to “AI দিয়ে যেকোন ভিডিওকে কার্টুনে রুপান্তিত করুন খুব সহজেই With Goenhance.AI”

  1. topfollow Contributor says:

    thanks for sharing this can you also please tell me from where can i convert my acadeic grades in gpa like percentage to gpa calculator

Leave a Reply

Switch To Desktop Version