আসসালামুয়ালাইকুম
প্রতিদিন আমরা কম্পিউটারে নানান সফটওয়্যার ইনস্টল করি, কিন্তু সেগুলো আমরা কন্ট্রোল প্যানেল থেকে Uninstall করি। কিন্তু আমরা কেও ভালো করে জানিওনা যে কন্ট্রল প্যনেল থেকে আনিইন্সটলের পর বেশিরভাগ/অনেক ফাইল থেকে যায়। এই ফাইলগুলো সময়ের সাথে সাথে আমাদের কম্পিউটারকে ধীরগতির করে ফেলে সেই সাথে C ড্রাইভের যায়গা ভরাটতো আছেই।
উদাহরন হিসেবে বলা যায়, এডবি ফটোশপের ট্রায়াল ভার্সন শেষ করার পর কন্ট্রল প্যনেল থেকে আনইন্সটল করে ইন্সটল করলেও ট্রায়াল ভার্সন রিসেট হয় না। এর কারন কী?
তাই, কম্পিউটারের এই সমস্যার সহজ ও কার্যকর সমাধান হলো রেভো আনইনস্টলার। এটি কম্পিউটার থেকে সফটওয়্যারগুলোকে সকল ফাইল ও রেজিস্ট্রি–সহ সম্পূর্ণভাবে মুছে ফেলে।
One thought on "Windows এর সফটওয়ার Uninstall করার সেরা/শ্রেষ্ট পদ্ধতি + যে কারনে আমাদের কম্পিউটার স্লো হয় ও C ড্রাইভ ফুল হয়"