বর্তমানে টেকনোলজির দিক দিয়ে যেটি ক্রমবর্ধমান উন্নতির দিকে আছে তার মধ্যে অন্যতম হলো ai টেকনোলজি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টস গুলো এমনভাবে ট্রেইনআপ করা হচ্ছে যাতে তাদের ক্রিয়েটিভিটি বহু গুণে বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টস এখন আমরা দেখতে পাচ্ছি। সময়ের সাথে পাল্লা দিয়ে এসব আরো আগের থেকে শক্তিশালী হচ্ছে।
এআই নিয়ে মাতামাতি সবচেয়ে বেশি তুঙ্গে উঠে যখন openai এর হাত ধরে ইন্টারনেটে চলে আসে চ্যাটজিপিটি। মাত্র কয়েকদিনের ব্যবধানে চ্যাটজিপিটি ইন্টারনেট জগতে আলোড়ন তৈরি করে ফেলে। এটির আউটপুট দেওয়ার অ্যাকুরেসি, টাইমিং ইত্যাদি বিষয় এত উন্নত ও দ্রুত ছিল যে এটি রেকর্ডব্রেক করে ফেলে।
এটির শুরুর এডিশন Gpt 3.5 থেকে এখন চলে আসছে Gpt 4। আগে chatgpt এর শুরুর সময়ে রিয়েল টাইম রেজাল্ট পাওয়া যেত না। শুরুর দিকে এটির ডাটা আউটপুট ক্যাপাসিটি বা রেজাল্ট ২০২১ পর্যন্তই সীমিত ছিল। তবে ২০২৪ সালে এসে এটির ব্যাপক আপগ্রেড ঘটেছে। এখন ফ্রি ভার্সনেই রিয়েল টাইম আপডেট সুবিধা যোগ করা হয়েছে।
এসব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টস এর প্রাইসিং বা মূল্য সাধারনত Freemium পদ্ধতির হয়ে থাকে।
অর্থাৎ প্রথমে সীমিত আকারে ফুল ভার্সন ব্যবহার করার সুবিধা দেওয়া হয়। এরপর ব্যবহারকারীদের পছন্দ হলে তারা প্রিমিয়াম ভার্সন কিনতে পারে।
যারা বিনামূল্যে এর সুবিধা নিতে চায় তারা লিমিটেডভাবে এসব এআই ব্যবহার করতে পারবে। কিন্তু সম্পূর্ণ সুবিধা নেওয়ার জন্য পেইড করতে হয়। সাধারনত বেসিক ইউজ ব্যতিত আকর্ষণীয় ফিচারগুলো পেইড হয়ে থাকে। সবার প্রিমিয়াম ভার্সন নেওয়ার ইচ্ছা বা আর্থিক সঙ্গতি নাও থাকতে পারে।
আজকে পরিচিতি করাবো এমন একটি এআই এর সাথে যেখানে আপনারা খুব সহজেই আনলিমিটেড ছবি জেনারেট করতে পারবেন।
ছবি জেনারেট করার এআই এর কথা চিন্তা করলে সবার আগে আমাদের মাথায় আসে Midjourney, Sora ai এর কথা। তবে সেগুলো পেইড এআই। যার কারনে সবার ব্যবহারের সুযোগ নেই। তবে এই এআইটি দ্বারা আপনারা সেটির সুবিধা নিতে পারবেন। এআইটির জেনারেট করার ক্ষমতাও বেশ শক্তিশালী ও চমৎকার। ব্যবহারকারীদের prompt এর উপর ভিত্তি করে এটি বিভিন্ন ক্রিয়েটিভ ফলাফল দিতে পারে।
ডাইরেক্ট লিংক এখানে ক্লিক করুন
এটি হচ্ছে টেক্সট টু ইমেজ আউটপুট দেওয়ার একটি এআই ওয়েবসাইট। এখানে text বা prompt টাইপ করে আপনারা ছবি জেনারেট করতে পারবেন।
“এসব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টস কত নিখুঁতভাবে আউটপুট দিবে সেটি নির্ভর করবে আপনার দেওয়া text বা prompt কতটুকু সহজ ও ডিটেইলস ভাবে দেওয়া তার উপর। ”
প্রথমে আপনারা লিংকে দেয়া ওয়েবসাইটটিতে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন prompt বা text লেখার বক্স। এখানে আপনারা কি ধরনের ইমেইজ জেনারেট করতে চান সেটি দিবেন।
খেয়াল করবেন যেন সেটি সহজ এবং প্রয়োজনীয় ডিটেইলস অনুযায়ী হয়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টস মানুষের মত সৃজনশীল নয়। তার ম্যাক্সিমাম আউটপুট নির্ভর করে এখানে কত ভালোভাবে prompt ইনপুট করা যায় তার উপরে। আপনারা চেষ্টা করবেন সহজভাবে আর প্রয়োজনীয় ডিটেইলস উল্লেখ করতে।
আমি দেখানোর জন্য এখানে আমি একটি prompt টাইপ করলাম। দেখুন আমি সহজবোধ্য কিন্তু প্রয়োজনীয় ডিটেইল দিয়ে prompt দিয়েছি। অর্থাৎ আমি চাইছি একটি কনসার্টের ছবি যেটি হবে প্যারিসে। এরপর জেনারেট অপশনে ক্লিক করলাম।
দেখুন আমার জেনারেট করা ছবি এসে গেছে। এভাবে আপনারা আনলিমিটেড ছবি তৈরি করে নিতে পারবেন।
আমি আরেকটা তৈরি করে নিলাম। এরপর ডাউনলোডের জন্য ডাউনলোড অপশনএ ক্লিক করুন।
এরপর ছবিটি ৩ সেকেন্ড হোল্ড করে রাখেন। দেখবেন ডাউনলোড অপশন এসে গেছে। নিচে আমার তৈরি করা কয়েকটি ছবি দিলাম। আশাকরি ভালো লাগবে।
তো আজ এইটুকুই। দেখা হবে নতুন কোন টিউটোরিয়াল নিয়ে। Trickbd এর সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
You must be logged in to post a comment.
চিটিং করার ও একটা লিমিট থাকে। টেকটিউন্স এ এটা আমার পোস্ট ছিল। Sadmain নামে। ইভেন জেনারেট করা ছবিগুলোও 😂
অসাম
https://www.techtunes.io/artificial-intelligence/tune-id/988427
দারুণ
Action taken.