আসসালামু আলাইকুম।
সবাই কেমন আছেন? মহান আল্লাহর অশ্বেষ রহমতে আশা করি ভালই আছেন।
আমাদের এখন প্রত্যেকেরই একটি WordPress সাইট আছে। যখন আমরা আমাদের সাইটের User দের WordPress Default Dashboard এ ঢুকতে দিই তখন তারা WordPress এর Custom Wiget গুলো দেখে। যা আমাদের মত Admin দের জন্য খুবই বিরক্তিকর।
শুধু বিরক্ত Feel করে বসে থাকলে হবে? তার তো সমাধান করতে হবে। তাই নই কি? তাই আমি আপনাদের জন্য নিয়ে এলাম একটি WordPress Plugin যা এই বিরক্তিকর WordPress Widget গুলো কে রিমুভ করবে। এবং User দের সহজেই বুঝতে দেবে না যে এটি WordPress এর সাইট।
কিভাবে ডাওনলোড এবং Install করব?
- প্লাগিন টি Direct Download(link updated) করে নিন।
- তারপর নিচের Screenshot এর মত আপনার Admin panel dashboard plugins এ ক্লিক করুন। তারপর Add New তে ক্লিক করুন।
- তারপর Add New তে ক্লিক করুন নিচের মত। তারপর উপরে দেওয়া প্লাগিনটি Upload করুন তারপর Activate করুন।
Activate করার পর Plugin টি কাজ করা শুরু করবে। ধন্যবাদ ট্রিকবিডিএর সাথে থাকবেন।
23 thoughts on "আপনার WordPress এর DashBoard এর Custom Widget Remove করুন"