ভালবাসা স্বপ্নীল আকাশের মত সত্য,, শিশির ভেজা ফুলের মত
পবিত্র.. কিন্তু সময়ের কাছে পরাজিত,, বাস্তবতার কাছে
অবহেলিত..!!

তুমি সেই কবিতা ! যা প্রতি দিন ভাবি…. লিখতে পারিনা॥ তুমি সেই ছবি! যা
কল্পনা করি…. আঁকতে পারি না॥ তুমি সেই ভালবাসা! যা প্রতিদিন চাই….
কিন্তূ তা কখনো-ই পাই না॥

সুন্দর সে তো স্বপ্ন চাইনা মলিন হবে। জীবন সে তো গল্প
লিখনা নষ্ট হবে। মন সে তো মন্দির ভেঙ্গোনা পাপ হবে।
ভালবাসা সে তো সত্য ভুল বুঝনা হারিয়ে যাবে।।

টিপ টিপ বৃষ্টি পড়ে, তোমার কথা মনে পড়ে। এ মন না রয় ঘরে,
জানি না তুমি আসবে কবে! এ প্রান শুধু তোমায় ডাকে, আমায়
ভালবাসবে বলে! ফুল হাতে থাকবো দাঁড়িয়ে, বলবো আমি
তোমায় পেয়ে। সাত সমুদ্র পাড়ি দিয়ে পেয়েছি তোমায়
খুঁজে…

খুব নিশিতে কষ্ট হলে , মাথা রেখ চাঁদের কোলে , তবুও যদি
কষ্ট থাকে চোখ রেখ আমার চোখে । কষ্ট রেখোনা
বুকের মাঝে পাঠিয়ে দিও আমার কাছে ।

মহান কোন উপহার পাওয়া য়ায় না কোন দোকানে, পাওয়া য়ায় না
কোন গাছের নিচে, সেটা পাওয়া শুধু পাওয়া য়ায় সত্যকারী ভালবাসার
মানুষের মনে

মহান কোন উপহার পাওয়া য়ায় না কোন দোকানে, পাওয়া য়ায় না
কোন গাছের নিচে, সেটা পাওয়া শুধু পাওয়া য়ায় সত্যকারী ভালবাসার
মানুষের মনে

মনেতে আকাশ হয়ে রয়েছো ছড়িয়ে, বলনা কোথায় রাখি
তোমায় লুকিয়ে। থাকি যে বিভোর হয়ে শয়নে স্বপনে॥
যেও না হৃদয় থেকে দূরে হারিয়ে, আমি যে ভালবাসি শুধু-ই
তোমাকে॥

যদি কখন আমি হারিয়ে যাই ঐ দূর তারার দেশে, তুমি কী তখনও
খুজবে আমায় হাত বাড়িয়ে ভালবেসে…? যদি কোন দিন নিভে যায়
আমার আশার প্রদীপ, তুমি কী তখন জ্বালাবে আলোর
দ্বীপ…? যদি কখন আমি হারিয়ে যাই দূর দিগন্তে, তখনও কী আমি
থাকবো তোমার মনের সীমান্তে…?

আরো দেখুন নিছের লিংক এ


Bangla valentines day sms লিংক-


বাংলা “ভ্যালেন্টাইন’স ডে” sms লিংক-


Hindi Valentines day sms লিংক-

7 thoughts on "আপনাদের জন্ন্য নিয়ে এলাম “ভ্যালেন্টাইন’স ডে” এস এম এস"

  1. Sk Samid Contributor says:
    Jodi GF na take tahole sms diye ki hobe…
    very sad….
  2. Abdus Salam Author says:
    tnks… onk upokrito holam
  3. shahin Ekbal Contributor Post Creator says:
    vai amaro GF nai
  4. sumit Contributor says:
    rana vai amar post gula akbar hole o dekhen…
    jodi valo lage review korben.
    amar post a kuno dorn ar copy post nai.
    doya korle author hobar sujug kore diben
  5. MD. Mijan Contributor says:
    ভাই শুনে প্রাণটা জুরিয়ে গেল

Leave a Reply