প্রিয়,বন্ধুরা Trickbd.Com সাইটে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন, আশা করি খুব ভাল আছেন এবং আগামি তে যেন সব সময় ভালো থাকেন ট্রিকবি‌ডি পক্ষ থেকে
এই কামনা রইলো। আসসালামু আলাইকুম , ভাই ও বোনেরা এস
এম এস বা দূরে থেকেও ৩জি এর কারণে সরাসরী কথা বলার যুগে কমে গেছে চিঠিপত্র আদান প্রদান, তবে সরকারী কিছু সার্ভিস , বিভিন্ন নিয়োগ পরীক্ষা ও নিয়োগ পত্র এসবের কারণে গুরুত্ব রয়ে
গেছে পোস্ট অফিসের, তাছাড়া বিদেশী বা দেশী কোন অর্ডার করা জিনিস যেমন মাস্টার কার্ড পেতে ও লাগে পোস্ট
কোড, আপনাকে পোস্ট অফিসে যেতেই হচ্ছে, ডাকঘরের গল্প পরে বলা যাবে, অনেক সময় এটা লাগে কিন্তু মনে থাকেনা, আবার কেউ জানেন ই না, এটা দোষের না, না লাগলে জানবো কেমনে!
আজ আমরা জানবো কিভাবে অনলাইন থেকে খুব কম সময়, ও কম ডেটা খরচ করে আপনি পেয়ে যেতে পারেন আপনার এলাকায় থাকা ডাকঘরের কোড নাম্বার। এটা লাগবেই কারণ ডাকঘরের বানান
বাংলা ও ইংরেজী অনেক সময় ভিন্ন হয়, কিন্তু কোড ঠিক ভাবে দিলে জিনিস আনার দেয়া ঠিকানাতেই আসবে। যেভাবে জানবেনঃ

আপনি এই লিংকে যাবেন

গেলে নিচের মত চিত্র আসবে, এরকম আসলে পরে ৩ টি বক্স আছে, ১ এ জেলা, ২ এ থানা, ৩ এ গ্রাম । সিলেক্ট করুনঃ

এরপর দেখবেন অটোমেটিক্যালি আপনার
পোসট কোড পেয়ে গেছেনঃ

এটা গেল নির্দিষ্ট কোড খোঁজার রাস্তা। আরেকটা উপায় আছে এলাকা বা জেলা যদি না জানেন (অন্যের টা খুজতে), বা
নিজে একটি জেলার অধিনে সব গুলো থানার কোড দেখতে চান, তাহলে নিচের টা ফলো করুন, নীল কালিতে লেখা জেলার উপর ক্লিক করুন কোটা খুজে পেতে চাইলে ফোন বা পিসি তে সব ব্রাউজারেই ফাইন্ড ওয়ার্ড অপশন আছে, পিসির জন্য CTRL+F লেখা
থেকে কিছু খুজতে পারবেন, আর সকল কোড এক জায়গাতে থাকবে
সবাইকে ধন্যবাদ। সুস্থ্য থাকুন,ভালো থাকুন এবং সব সময় Trickbd.Com এর সাথেই থাকুন।

Leave a Reply