স্পেনের রাজধানী বার্সেলোনার মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডাব্লিউসি) এ দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাং ১০.৬ ইঞ্চি স্ক্রিনের গ্যালাক্সি ট্যাব এস ৩ ও ১২ ইঞ্চি স্ক্রিনের গ্যালাক্সি বুক মডেল দুটি প্রদর্শণ করছে। স্যামসাং তার পরবর্তী প্রধান ডিভাইস গ্যালাক্সি এস ৮ এর ঘোষণা স্থগিত করে এই ট্যাবলেট দুটি সবার সামনে উপস্থাপন করেছে বলে জানিয়েছে রয়টার্স।

গ্যালাক্সি ট্যাবের এই মডেলে ব্যবহার করা হয়েছে মাইক্রোসফট উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম। ট্যাব এস ৩ তে প্রথমবারের মতো হারমান মালিকানাধীন একেজে’র স্পিকার ব্যবহৃত হয়েছে, যা ২০১৬ সালে ৮০০ কোটি ডলারের বিনিময়ে কেনে স্যামসাং।

২০১৬ সালে ত্রুটিপূর্ণ ব্যাটারির কারণে কিছু ডিভাইসে আগুন লাগার ঘটনায় গ্রাহকদের আস্থা হারানো ছাড়াও ৫৩০ কোটি মার্কিন ডলারের আর্থিক Read More

আমাদের wapside একবার ঘুরে আসুন

4 thoughts on "নতুন দু’টি ট্যাবলেট আনলো স্যামসাং!"

  1. saeedrony Contributor says:
    দারুন!!! স্যামসাং অবশেষে ফালতু অ্যান্ড্রয়েড ছেড়ে Windows 10 আসল।
  2. md akash bro Author says:
    trickbd er theme ta keo a make dibe Ami take taka dibo
  3. MONARUL Contributor says:
    shajal vai tomar fb link ta dao
  4. shajal1997 Contributor Post Creator says:
    fb.com/shajal123

Leave a Reply