ধন্যবাদ Reja ভাই আমাকে tunner হতে সাহায্য করার জন্য।
-
সবাই কেমন আছেন আসা করি ভালোই আছেন আজ আমি দেখাবো কিভাবে আপনি আপনার বাড়ি Google Map এ Add করবেন চলুন শুরু করা যাক
প্রথমে আপনি আপনার Location/Gps চালু করুন। তারপর আপনার Chrome Browser Open করুন। তারপর Google এ গিয়ে একটা Gmail Sign in করুন।
তারপর নিচের Screenshort এর মতো কাজ করুন।
- Google Map Maker লিখে search দিন
তারপর আপনার জাইগার নাম লিখে Search দিন
তারপর Add New তে Click করে add a place এ click করুন
তারপর আপনার Place Select করলে এরকম আসবে
তারপর আপনার Category and Name দিয়ে Continue করুন
। আর Enter Name টা হলো আপনি Enter Name এ যে নাম দিবেন সেই নাম এ আপনার দোকান বা বাড়ি show করবে।
আর Category তো আপনারা বুঝবেন।
তারপর একটা ফরম আসবে ফরম টা পুরন করে Save এ Click করুন
তারপর আপনার Place ৬ থেকে ৮ টা Review পেলে Active হয়ে যাবে।
আল্লাহ হাফেছ
সাবাই ভালো থাকুন
রিভিও টা হবে কি করে।
ম্যাপ এ দেখা গেলেই তো রিভিউ হবে। আর না গেলে হবে কি করে।
রিভিও টা হবে কি করে।
ম্যাপ এ দেখা গেলেই তো রিভিউ হবে। আর না গেলে হবে কি করে।
হেল্প ব্র,,,
রিভিউ টা অন্য কেউ কিভাবে করবে কারন ম্যাপ এ address show করলেই তো রিভিউ দেয়া যায়।
নতুন যোগ করলে রিভিউ হবে কি করে।
আর review পেলে সেই Post টা Publish হবে তেমন।
বর্তমানে গুগল ম্যাপ এপস দিয়ে কাজটি করতে হয়।