ইদানীং এক শ্রেনীর রিক্সাচালক বের হয়েছে যারা ভাড়া নিয়ে বেশী দরদাম করবে না, অথবা দরদামের অভিনয় করে গন্তব্যস্থলে পৌছে দেওয়ার জন্য রাজি হয়ে যাবে।

তারপর যখন রিক্সায় উঠবেন তখন অথবা কিছুদুর যাওয়ার পর খেয়াল করলে দেখবেন তারা মোবাইলে কথা বলছে অথবা কন্টিনিউয়াস ইয়ারফোন ইউজ করছে। কথার তালে তালে তারা আপনার গন্তব্যস্থল, বর্তমান অবস্থান এবং কোন রাস্তা দিয়ে যাবে তার বর্ননা দিতে থাকবে তার সঙ্গী কে। কথা বার্তার ধরন এমন হবে, যে আপনি ধরতেই পারবেন না কি হচ্ছে। এছাড়াও রিক্সাচালকের কথা বার্তায় যাত্রী তেমন একটা কান দেয়ও না। কথার ধরন এমন হতে পারে যে “এইত অহন খিলগা তালতলা আছি, যামু মগবাজার ওয়ারলেস; তুই বাইর হ আমি খ্যাপ টা নামায় দিয়াই আইতাসি। না মৌচাক দিয়া যামু না রাস্তা খারাপ, ডাক্তার গল্লি দিয়া বাইর হমু।” ইত্যাদি। এরা আসলে ছিনতাইকারী চক্র। আর এদের প্রধান টার্গেড হল মহিলা ও কম বয়েসি ছেলে-মেয়েরা। যায়গা মত নিয়ে গিয়ে ঘটিয়ে ফেলতে পারে যেকোন ধরনের দুর্ঘটনা। নির্জন রাস্তা, চিপা গলি আর মানুষের আনাগোনা যে সময় কম থাকে সে সময় গুলো এদের টার্গেডে থাকে। আপনি যেদিক দিয়ে যেতে বলেন এরা যাবেনা, বিভিন্ন অজুহাত দেখাবে। মাঝে মাঝে এদের মধ্যে কেও কেও আপনাদের হুশিয়ারও করবে। যেমন “ আপা ব্যাগ টা ধইরা বহেন এহানে অনেক ছিনতাই অয়” ইত্যাদি। এরা চিপা গলিতে হেটে কিংবা মোটরসাইকেল ব্যাবহার করে থাকে ছিনতাই করতে। এই পদ্ধতি তে ছিনতাই করাযায় নিরাপদে ও সহযে সুযোগ বুঝে। তাই এরকম পরিস্থিতিতে বুঝে শুনে, তাদের না বুঝতে দিয়ে নেমে পরুন অথবা ছলেবলে দোকান থেকে কিছু কিনবেন বলে নেমে দোকানে ঢুকে পুলিশ ও নিকট আত্মীয় দের ফোন করুন। এরকম ঘটনা সি.এন.জি তেও হতে পারে। তাই সাবধানে থাকবেন। ভালো থাক আপনজন, পথচলা হোক নিরাপদ ও আনন্দের। (চাইলে শেয়ার করতে পারেন)

আর এই পোস্টটি এই জনপ্রিয় সাইট TrickBD তে প্রকাশের মাধ্যমে হয়তো অনেকেই সাবধান হতে পারবেন, তাই শেয়ার করলাম।

সৌজন্যে: technews

21 thoughts on "দয়াকরে সবাই পড়বেন এবং পরিবার ও আপনজনদের সাবধান করবেন।"

  1. Arafatt Contributor says:
    Ati apnar mon gora kotha..bastob amon hoy na..onek age hoto..amon korte gia koba hobe…..
  2. দারুণ একটা পোষ্ট।
  3. Rafiul bro Contributor says:
    Good post . ai post ta amar khub valo lagse. Thanks for warning…
  4. admin @facebook Contributor says:
    accha bahi kay o ki author webmaster fb id ta ditay parben
  5. Tapos Mojumdar Contributor says:
    সতর্কবার্তা ।
  6. Imranpabna Contributor says:
    নাইছ পোস্ট সবাই সাবধান হন নয়লে আপনার খেত্রেও হতে পারে…
  7. Asikur Contributor says:
    এগুলা সব থেকে বেসি ঢাকা তেই হই, সব চাইতে খারাপ নগরি ঢাকা। আমার রাজশাহী শান্তির নগরি, তবে এই কাজ গুলাউ আমাদের এখানে আস্তে বৃদ্ধি পাচ্ছে। আসলে কি আর করার, ডিজিটাল বাংলাদেশ তো, এগুলা হতেই পারে।
    1. Santo Razz Contributor says:
      same rajshahir pula amio
    2. Asikur Contributor says:
      😀 😀
  8. Mamun Foysal Contributor says:
    [color=COLOR_CODE] Good post[/color]
  9. Mamun Foysal Contributor says:
    [color=COLOR_CODE]Good post[/color]
  10. aryan.007 Contributor says:
    savdhaner mair nai tai sobar age amader ma bonder ke sotorko kora uchit jate tara socheton hoy
  11. Sobuj Subscriber says:
    Jagoworld. com
  12. MD Firoj Author says:
    ami dayli trickbd te1/2 ti kore post kore jacchi.kintu publish hoyna..plz help me
  13. MD Firoj Author says:
    amake ki keoy help korte parben author hoite???
  14. Shawon24 Contributor says:
    nice post

Leave a Reply